E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আসামির আত্মহত্যার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না’

২০১৭ মে ২২ ১৭:০৫:১৫
‘আসামির আত্মহত্যার দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না’

সিলেট প্রতিনিধি : জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান কাজী রিয়াজুল হক বলেছেন, সিলেটের জৈন্তাপুর থানা হাজতে সম্প্রতি এক আসামির আত্মহত্যার ঘটনার দায় কোনোভাবেই এড়াতে পারে না কর্তৃপক্ষ। এ জন্য দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানাচ্ছি।

সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

গত ১৯ মে ভোরে জৈন্তাপুর থানা হাজতে মুক্তিযোদ্ধার সন্তান নজরুল ইসলাম বাবুর (৩০) আত্মহত্যা নিয়ে প্রশ্ন ওঠে। এর প্রতিবাদে থানার ওসিসহ দায়ি পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবিতে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড জৈন্তাপুর শাখা ২০ মে সড়ক অবরোধ করে।

এ ঘটনায় গত শনিবার এক এসআইসহ দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়।

এ বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যানের দৃষ্টি আকষর্ণ করা হলে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, এদের (পুলিশের) বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া উচিত ছিল পুলিশ প্রশাসনের।

কাজী রিয়াজুল হক জানান, এই ঘটনায় জাতীয় মানবাধিকার কমিশন অধিকতর তদন্ত করবে।

ঘণ্টাব্যাপী সিলেট কেন্দ্রীয় কারাগার পরিদর্শন শেষে তিনি জানান, কারাগারে যে সকল আসামি বিচারাধীন অবস্থায় ১০ বছরের বেশি সময় ধরে বন্দি আছেন, তাদের প্রত্যেককে জাতীয় মানবাধিকার কমিশন আইনি সহায়তা দেবে। এ পর্যায়ে সিলেটে এমন চারজন হাজতীকে আইনগত সহায়তা দেয়া হবে। এর জন্য তিনি বিচার বিভাগকেও আরও দ্রুত বিচারকাজ শেষ করার আহ্বান জানান।

জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান আরও বলেন, ৩০ বছরের বেশি সাজাপ্রাপ্ত আসামিদের মধ্যে যারা ২০ বছরের বেশি সময় সাজা খেটেছেন তাদের মুক্তি দেয়া যেতে পারে।

তিনি বলেন, যে কোনো অপরাধী ২০ বছর সাজা খাটার পর তার মধ্যে অপরাধপ্রবণতা থাকার কথা নয়। তাদের মুক্তজীবনে ফিরিয়ে দেয়া উচিত। এরপরও কেউ অপরাধ করলে তাকে আইনের আওতায় আনা যেতে পারে। এছাড়াও বৃদ্ধ ও শারীরিকভাবে অক্ষম ব্যক্তিদের সাজা কমিয়ে মুক্তি দেয়ার ব্যাপারে ব্যবস্থা নিতে কারা কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান মানবাধিকার কমিশনের চেয়ারম্যান।

উল্লেখ্য, গত ১৯ মে শুক্রবার ভোররাতে জৈন্তাপুর মডেল থানা হেফাজতে নজরুল ইসলাম বাবু নামের এক আসামির মৃত্যু হয়। পুলিশ এটিকে আত্মহত্যা বললেও বাবুর পরিবার দাবি করেছে তাকে নির্যাতন করে পুলিশ হত্যা করেছে। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে বটেশ্বর এলাকা থেকে নজরুল ইসলাম বাবুকে গ্রেফতার করেছিল পুলিশ।

গত বছরের ১৬ নভেম্বর জৈন্তাপুরের ঘিলাতৈল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা নাসরিন ফাতেমাকে ভালোবেসে বিয়ে করেন নজরুল ইসলাম বাবু। বিয়ের পর তাদের মধ্যে বনিবনা হচ্ছিল না। একপর্যায়ে নাসরিন ফাতেমা বাবার বাড়িতে চলে যান এবং নির্যাতনের অভিযোগ এনে বাবুর বিরুদ্ধে গত ৭ মে থানায় মামলা দায়ের করেন।

(ওএস/এএস/মে ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test