E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘নজরুল ছিলেন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী একজন সৈনিক’

২০১৭ মে ২৬ ২২:৪২:৩৭
‘নজরুল ছিলেন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদ বিরোধী একজন সৈনিক’

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি : জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৮তম জন্ম বার্ষিকী উদযাপন উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রনালয়ের সহযোগীতায়  দ্বিতীয় দিনে  কবির বাল্যস্মৃতি বিজত বিদ্যাপিঠ নজরুল একাডেমী মাঠের স্থায়ী নজরুল মঞ্চে আলোচনা সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ ৮ ঈশ্বরগঞ্জের সংসদ সদস্য ফখরুল ইমাম। অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহীত উল আলম, জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান,ময়মনসিংহ ৭ ত্রিশালের সাবেক সংসদ সদস্য এডভোকেট রেজা আলী, ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জয়নাল আবেদীন প্রমুখ। নজরুল স্মারক বক্তা হিসেবে বক্তব্য রাখেন কবি নজরুলের দৌহিত্রী বিশিষ্ট লেখক ও নজরুল গবেষক বেগম খিলখিল কাজী।

এসময় বক্তারা বলেন নজরুল ছিলেন সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরুদ্ধে একজন সৈনিক। তিনি তার লেখনি গান কবিতার মাধ্যমে অন্যায়ের বিরুদ্ধে আমরন যুদ্ধ করে গেছেন। তিনি শুধু একজন কবিই নন ছিলেন ওপনিবেশবাদের শৃংখল ভাঙ্গার প্রথম সারির একজন। বঙ্গবন্ধুর মত বলিষ্ট কন্ঠে তার জয়গান গেয়েছেন।

দ্বিতীয় দিনের অনুষ্ঠানে দাওয়াত পত্রে নাম না থাকায় ব্যানারে বিশেষ অতিথি রাখায় উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুৎফুননেছা বিউটি অনুষ্ঠান বর্জন করেন।তিনি বলেন জেলা প্রশাসনের এ ব্যবস্থাপনায় তিনি ক্ষোভ প্রকাশ করেন।এর আগে নজরুল মঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নজরুল জন্ম জয়ন্তীকে ঘিরে নজরুল একাডেমী মাঠে ৩দিনব্যাপী নজরুল মেলায় উপচে পড়া ভীড় লক্ষ করা গেছে। নজরুল মেলায় পুরুষের চেয়ে মহিলাদের কেনাকাটার ভীড় লক্ষ করা গেছে।

(এমএন/এএস/মে ২৬, ২০১৭)

পাঠকের মতামত:

০৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test