E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নূর হোসেনকে ফেরত দিতে পারে ভারত

২০১৪ জুন ২২ ২১:২৮:০৭
নূর হোসেনকে ফেরত দিতে পারে ভারত

আন্তর্জাতিক ডেস্ক : নারায়ণগঞ্জে সাত খুনের আসামি পশ্চিমবঙ্গে গ্রেফতার নূর হোসেনকে ফেরত দেয়ার ইঙ্গিত দিয়েছে ভারত। রোববার ইন্ডিয়ান এক্সপ্রেস প্রত্রিকা ভারতের উচ্চপদস্থ এক সরকারি কর্মকর্তাকে উদ্ধৃত করে এ খবর জানিয়েছে।

২০১৩ সালের ডিসেম্বরে স্বাক্ষরিত বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী নূর হোসেনকে ফেরত দেয়া হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ওই কর্মকর্তা। তিনি বলেছেন, ‘আমরা বিষয়টি দেখছি। বাংলাদেশের অনুরোধের বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হতে পারে।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের বাংলাদেশ সফরের তিনদিন আগে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর প্রকাশ করল। আগামী ২৫-২৭ জুন ঢাকা সফর করবেন সুষমা স্বরাজ। সুষমার ঢাকা সফরে নূর হোসেনের বিষয়ে আলোচনা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এদিকে ভারত বাংলাদেশের অনুরোধে সাড়া দিলে নূর হোসেন হবেন সে দেশ থেকে প্রত্যর্পিত প্রথম বন্দি। গত ১৪ জুন পশ্চিমবঙ্গ পুলিশ নূর হোসেনকে গ্রেফতার করে।

এর আগে শনিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম সাংবাদিকদের জানিয়েছেন, নূর হোসেনকে ফেরত পেতে ভারতের কাছে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে এবং তাদের প্রত্যুত্তরের অপেক্ষায় আছে। তিনি বলেন, ‘সরকার কূটনৈতিকভাবে প্রক্রিয়া চালাচ্ছে। তবে এসব ব্যাপারে একটু সময়ের প্রয়োজন।’

এদিকে সাত হত্যাকা- তদন্তে সরকারের গঠিত কমিটির প্রধান শাহজাহান আলী মোল্লা জানিয়েছেন, যদি প্রত্যর্পণে দেরি হয়, তাহলে তদন্ত কমিটির কয়েক সদস্য নূর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য কলকাতা যেতে পারেন।

গত ২৭ এপ্রিল নারায়ণগঞ্জের কাউন্সিলর নজরুল ইসলাম ও আইনজীবী চন্দন কুমার সরকারসহ সাতজন অপহৃত হওয়ার পর নূর হোসেনের দিকে অভিযোগের আঙুল উঠলে তিনি তা অস্বীকার করেন।

তিন দিন পর শীতলক্ষ্যা নদীতে অপহৃতদের লাশ ভেসে ওঠার পর লোকচক্ষুর আড়ালে চলে যান সিদ্ধিরগঞ্জ আওয়ামী লীগের এই নেতা। পরে অবশ্য তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। নূর হোসেন সীমান্ত অতিক্রম করেছেন বলে নিশ্চিত হওয়ার পর তাকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা চায় বাংলাদেশ পুলিশ, সীমান্তে সতর্কতাও জারি করা হয়।

এরপর গত ১৪ জুন রাতে পশ্চিমবঙ্গ পুলিশ কলকাতার নেতাজী সুভাস চন্দ্র বোস আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে বাগুইআঁটির একটি বাড়ি থেকে নূর হোসেনকে গ্রেফতার করে। অবৈধভাবে ভারতে প্রবেশ এবং অস্ত্র বহনের অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ আনে পশ্চিমবঙ্গ পুলিশ। গত ১৫ জুন তাকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন জানানো হয় এবং রিমান্ডে নেওয়া হয়।

কলকাতায় নূর হোসেনের গ্রেফতারের খবর পেয়ে তাকে ফেরত আনতে সরকারের পদক্ষেপ চেয়েছ্নে কাউন্সিলর নজরুলসহ নিহতদের স্বজনরা। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় নূর হোসেনকে ফিরিয়ে আনতে সরকার প্রক্রিয়া চালাচ্ছে।

নূর হোসেনের বিষয়ে ভারতের পুলিশের সঙ্গে যোগাযোগ রক্ষা করা হচ্ছে বলে নারায়ণগঞ্জের পুলিশ সুপার ড. খন্দকার মহিদ উদ্দিন ইতোমধ্যে জানিয়েছেন। নজরুলের পরিবারের অভিযোগ, নূর হোসেন ছয় কোটি টাকা দিয়ে র‌্যাবের মাধ্যমে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে।

সাত খুনের মামলায় র‌্যাবের সাবেক তিন কর্মকর্তা ইতোমধ্যে গ্রেফতার হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে তারা।

(ওএস/এস/জুন ২২, ২০১৪)

পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test