E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘পদ্মা সেতুর মালিকানা এ দেশের জনগণের’

২০১৪ জুন ২৪ ১৮:১০:৪৮
‘পদ্মা সেতুর মালিকানা এ দেশের জনগণের’

মাদারীপুর প্রতিনিধি : যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মাসেতু সবার, সেতুটা জাতীয় সম্পদ, এটা কোন দলের নয়। আওয়ামী লীগ সরকার করছে বলে পদ্মা সেতু আওয়ামী লীগের নয়। এর মালিকানা হচ্ছে এ দেশের জনগণের।

মন্ত্রী মঙ্গলবার বেলা সাড়ে ১২টায় মাদারীপুরের শিবচর উপজেলার বাখরেরকান্দি পদ্মা বহুমুখী সেতুর পুণর্বাসন কেন্দ্রে মাদারীপুর, শরিয়তপুরের স্থানীয় জনপ্রতিনিধি, জেলা প্রশাসক, পুলিশ সুপার, সেতু বিভাগের দায়িত্বরত কর্মকর্তা ও সেনা কর্মকর্তাদের নিয়ে এক আলোচনা সভায় এ কথা বলেন।
যোগাযোগমন্ত্রী আরো বলেন, পদ্মা সেতু নির্মাণ হয়ে গেলে অর্থনীতিতে সমৃদ্ধ হবে, সে সমৃদ্ধিও হবে এ দেশের জনগণের। জনস্বার্থে এ পদ্মা সেতু নির্মাণ।
এ সময় উপস্থিত ছিলেন শরিয়তপুর-০১ আসনের এমপি বিএম মোজাম্মেল হক, বিগ্রেডিয়ার জেনারেল সাইদ আনোয়ারুল ইসলাম, বিগ্রেডিয়ার জেনারেল শাহানুর জিলানী, কর্ণেল মো. মনিরুল হক, লেফ. কর্ণেল মো. মনিরুল ইসলাম, ঢাকা বিভাগের কমিশনার মো. জিল্লার রহমান, পদ্মা সেতু প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, শরিয়তপুরের জেলা প্রশাসক রাম চন্দ্র দাস, মাদারীপুরের জেলা প্রশাসক জিএসএম জাফরউল্লাহ্, পুলিশ সুপার খোন্দকার ফরিদুল ইসলামসহ অন্যরা।
(এএসএ/এএস/জুন ২৪, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test