E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বন্যাকবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না’

২০১৭ জুলাই ০৩ ২১:০৭:৪৮
‘বন্যাকবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না’

সিলেট প্রতিনিধি : সরকার বন্যার্তদের পাশে আছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি বলেন, নেত্রীর (শেখ হাসিনার) নির্দেশে সরকারি কাজ ফেলে আপনাদের পাশে ছুটে এসেছি। বন্যাকবলিত এলাকার একজন মানুষও না খেয়ে থাকবে না।

সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত দ্বিতীয় দিনের মতো গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর, শরিফগঞ্জ ও বাদেপাশা ইউনিয়নের বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং বন্যাকবলিত মানুষের সঙ্গে মতবিনিময়কালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বন্যাকবলিত মানুষের সঙ্গে মতবিনিময় করে তাদের খোঁজখবর নেন। দুর্গত লোকজনের হাতে ত্রাণসামগ্রী পৌঁছাতে প্রশাসনের প্রতি জোর তাগিদ দেন।

এ সময় শিক্ষামন্ত্রীর সঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ মিসবাহ, ভাদেশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছালিক আহমদ, বাদেপাশা ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা অ্যাডভোকেট আব্বাস উদ্দিন, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম-সম্পাদক এমদাদ আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরইমধ্যে জেলা প্রশাসনের মাধ্যমে গোলাপগঞ্জ এলাকায় সরকারের পক্ষ থেকে থেকে সাড়ে ১৮ মেট্রিক টন চাল, নগদ প্রায় ৩১ হাজার টাকা এবং অর্ধলক্ষাধিক টাকার ভিজিএফ কার্ড বন্যার্তদের প্রদান করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলতাফ হোসেন।

বিয়ানীবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান জানান, বিয়ানীবাজারে সাড়ে ১৪ মেট্রিক টন, ৩২ হাজার টাকা ও চার হাজার ৯৫০টি কার্ড বিতরণ করা হয়েছে।

(ওএস/এএস/জুলাই ০৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test