E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বাংলাদেশকে ৭৬৫ কোটি টাকা দিচ্ছে আইডিবি

২০১৭ জুলাই ০৪ ১৫:১১:০২
বাংলাদেশকে ৭৬৫ কোটি টাকা দিচ্ছে আইডিবি

স্টাফ রিপোর্টার : নিম্ন ও ছিন্নমূল মানুষের গৃহ নির্মাণে ৭৬৫ কোটি টাকার সহায়তা দিচ্ছে ইসলামিক উন্নয়ন ব্যাংক (আইডিবি)। ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে বসবাসকারী নিম্ন আয়ের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য গৃহ নির্মাণে এ অর্থ ব্যয় হবে।

রবিবার জেদ্দায় ব্যাংকটির নির্বাহী পরিচালক বোর্ডের ৩২০তম সভায় এই অনুমোদন দেয়া হয়। বাংলাদেশে স্বল্প ব্যয়ে গৃহ নির্মাণের লক্ষ্যে রুরাল অ্যান্ড পেরি-আরবান ফাইন্যান্স প্রকল্পে অর্থায়নের জন্য ৯ কোটি ৫২ লাখ ৪০ হাজার ডলার অনুমোদন করা হয়েছে। বাংলাদেশি মূদ্রায় এর পরিমাণ প্রায় ৭৬৫ কোটি টাকা।

রাষ্ট্র মালিকানাধীন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন (এইচবিএফসি) এ দায়িত্ব পাবে। তারা ঢাকা ও চট্টগ্রাম মহানগরের বাইরে বসবাসকারী নিম্ন আয়ের গ্রামীণ জনগোষ্ঠীর জন্য কম খরচে গৃহ নির্মাণ করবে। তবে কি শর্তে এ গৃহ বিতরণ করা হবে এখনো নির্ধারণ করা হয়নি।

(ওএস/এসপি/জুলাই ০৪, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test