E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

২০১৭ জুলাই ২২ ১৯:১৪:৫৬
‘দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই’

রাজন্য রুহানি, জামালপুর : দেশকে দ্রুত এগিয়ে নিতে হলে মানসম্মত শিক্ষার বিকল্প নেই। প্রতিটি শিশুকে উপযুক্ত মানুষ হিসেবে গড়ে তুলে দেশের প্রয়োজন মিটিয়ে আন্তর্জাতিক পরিম-লেও দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে হবে। আমাদের সন্তানদের দক্ষ মানবসম্পদে পরিণত করে বিভিন্ন গার্মেন্ট ও শিল্পোন্নত দেশে কর্মের জন্য যেন পাঠাতে পারি। এজন্য শিক্ষক ও অভিভাবকদের মিলিত প্রচেষ্টায় শিশুদের মেধা ও মননকে জাগিয়ে তুলতে হবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিস আয়োজিত ও জেলা প্রশাসনের সমন্বয়ে অনুষ্ঠিত প্রাথমিক বিদ্যালয়ে গমনোপযোগী শতভাগ ভর্তি নিশ্চিতকরণ, ঝরেপড়া রোধ ও মানসম্মত প্রাথমিক শিক্ষা অর্জনে সামাজিক উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতামূলক মতবিনিময় সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মো. মোস্তাফিজুর রহমান এমপি এসব কথা বলেন।

জামালপুর বৈশাখী মেলামাঠের মুক্তমঞ্চে জেলা প্রশাসকের সভাপতিত্বে সকাল দশটায় শুরু হওয়া এ জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিশ্বায়ন এখন প্রযুক্তি নির্ভর। এই প্রযুক্তি ব্যবহার করতে হলেও জ্ঞান প্রয়োজন। শিক্ষার্থীকে বিদ্যালয়ে সেই জ্ঞান দিতে হতে শিক্ষকদের। না পড়েই পাশ করার দিন এখন আর নেই। জনগণের উদ্দেশ্যে তিনি প্রশ্ন ছুঁড়ে বলেন, আমাদের মন্দির-মসজিদ পানিতে ডুবছে না, ছাদ চুইয়ে পানি পড়ছে না, তবে আমাদের স্কুলের কেন বেহাল দশা থাকবে? ধর্মীয় প্রতিষ্ঠানকে সবাই পবিত্র স্থান মনে করে সম্মিলিতভাবে সবাই কাজ করেন কিন্তু বিদ্যালয়কে পবিত্রতম স্থান মনে করে সবাই একত্রে কাজ করলে সুশিক্ষা ও মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি হবে। কারণ বিদ্যালয়ই হচ্ছে মানুষ গঠনের উত্তম ও পবিত্রতম স্থান। সরকার বিনামূল্যে বই দিচ্ছে, উপবৃত্তি দিচ্ছে, শিক্ষকদের প্রয়োজনীয় বেতনভাতাদি দিচ্ছে আমাদের সন্তানেরা যেন উপযুক্ত মানুষ হিসেবে বিশ^দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। তিনি আরো বলেন, স্কুলের মধ্যে কোনো রাজনীতি না রেখে সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করুন। শিশুদের মানসিক বিকাশ সাধনে এবং জ্ঞানগরিমায় অবদান রাখুন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, আমরা যদি শিশুদের মানুষ তৈরি করতে ব্যর্থ হই তবে পরকালে এর জন্য সবচেয়ে বড় বিচার হবে।

জামালপুরকে উন্নয়নশীল ও স্বয়ংসম্পূর্ণ জেলা হিসেবে গড়ে তোলা এবং বিভিন্ন প্রকল্পের কাজ নিয়ে সরকারের ভূয়সী প্রশংসা করে বিশেষ অতিথিদের মধ্যে বক্তব্য দেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মির্জা আজম এমপি, জামালপুর ৫ আসন ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. রেজাউল করিম হীরা এমপি, জামালপুর ২ আসনের মো. ফরিদুল হক খান, এমপি-১৩৯, জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী, ভারপ্রাপ্ত পুলিশ সুপার রওনক জাহান, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর জেলা শাখার সভাপতি এড. বাকী বিল্লাহ, পৌর মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর সদর উপজেলা শাখার সভাপতি ডা. এম. এ মান্নান খান, সাধারণ সম্পাদক এড. মো. হাফিজুর রহমান স্বপন, বাংলাদেশ আওয়ামী লীগ জামালপুর পৌর শাখার সভাপতি মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. মোখলেছুর রহমান প্রমুখ।

(আরআর/এএস/জুলাই ২২, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test