E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১০ সদস্য আটক

২০১৭ জুলাই ২৩ ১১:১২:৩৫
রাজধানীতে ছিনতাইকারী চক্রের ১০ সদস্য আটক

স্টাফ রিপোর্টার : রাজধানীর নিউমার্কেট ও শেরেবাংলা নগর এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইকারী চক্রের ১০ সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব-২-এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নিউমার্কেট মোড় ও শেরেবাংলা নগর থানাধীন শিশুমেলা ক্রসিং এলাকা থেকে শনিবার দিনগত রাতে তাদের আটক করে।

আটকরা হলেন- আবিদ (২০), রাজু (২৩), শাহিন (৩৫), খোকন (২২), জুয়েল (২৮), রিয়াজ (১৮), আশাদুল ইসলাম (৩৫), সালাম মীর ওরফে সাল্লু (৬৪), কাজলী (১৮) এবং ময়না (৩৭)। এ সময় তাদের কাছ থেকে ৮টি চাকু, ৭ টি ব্লেট, ৩টি মোবাইল ও নগদ টাকা জব্দ করা হয়।

র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং প্রধান মুফতি মাহমুদ খান জানান, রাজধানীর বিভিন্ন স্থানে ছিনতাইয়ের ঘটনায় কয়েকটি অভিযোগের ভিত্তিতে র‌্যাব-২ এর একটি বিশেষ গোয়েন্দা টিম ছায়া তদন্তে নামে। তদন্তে চাঞ্চল্যকর কিছু তথ্য বের হয়ে আসে যাতে দেখা যায়, রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিছু সংঘবদ্ধ সন্ত্রাসীরা অবস্থান নিয়ে সাধারণ মানুষের কাছ থেকে টাকা-পয়সা, মোবাইল ফোন, ল্যাপটপসহ সঙ্গে থাকা মালামাল ছিনতাই করছে।

এ সংঘবদ্ধ ছিনতাইকারীদের আইনের আওতায় আনতেই গতরাতে অভিযান চালিয়ে চক্রের ১০ সদস্যকে র‌্যাব-২ আটক করেছে বলে জানান তিনি।

(ওএস/এএস/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test