E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জনগোষ্ঠী গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

২০১৭ জুলাই ২৩ ১২:৩১:০০
বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক জনগোষ্ঠী গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার : বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক শিক্ষিত জনগোষ্ঠী গড়ে তুলে বাংলাদেশকে নিরক্ষরমুক্ত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকালে গণভবনে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে প্রাথমিক শিক্ষাকে জাতীয়করণ করেন। ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর শুরু করে বর্তমান সরকারও সে আদর্শকে লালন করে শিক্ষাকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

তিনি আরও বলেন, এ দেশের ক্ষুধার্ত ও দরিদ্র মানুষের মুক্তি এবং অধিকার আদায়েই জাতির পিতা স্বাধীনতা এনে দিয়েছেন। মাত্র সাড়ে তিন বছরে যুদ্ধ বিধ্বস্ত দেশকে গড়ে তুলতে অর্থনৈতিক উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যেতে শুরু করেছিলেন। একটি রাষ্ট্রীয় কাঠামো গড়ে পৃথিবীর ১১৬টি দেশের স্বীকৃতি আদায় ও জাতিসংঘসহ ২৬টি আন্তর্জাতিক সংস্থার সদস্যপদ অর্জন করেছিলেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর হাতে ৮টি সাধারণ শিক্ষাবোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের ফলাফলের অনুলিপি তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় সংশ্লিষ্ট বোর্ড চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এ বছর সারাদেশে এইচএসসি ও সমমানের পাসের হার ৬৮ দশমিক ৯১ শতাংশ।

(ওএস/এসপি/জুলাই ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

০৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test