E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আজ মাদকবিরোধী দিবস

২০১৪ জুন ২৬ ১২:৪৩:১১
আজ মাদকবিরোধী দিবস

ডেস্ক রিপোর্ট : মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস আজ। বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও আজ নানা কর্মসূচির মধ্য দিয়ে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস পালিত হচ্ছে।

এ উপলক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মাদকবিরোধী বিভিন্ন সংগঠন ও বেসরকারি সংস্থাসমূহ ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাএ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন।

রাষ্ট্রপতি আবদুল হামিদতার বাণীতে বলেন, মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার একটি আন্তর্জাতিক সমস্যা। ধনী-দরিদ্র, দেশ-কাল-পাত্রনির্বিশেষে কেউই মাদকের করালগ্রাস থেকে নিরাপদ নয়।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশে মাদকাসক্তির প্রধান শিকার যুবসমাজ, যা রাষ্ট্রের জন্য বিশাল হুমকিস্বরূপ। কারণ যুবসমাজ জাতির প্রাণশক্তি এবং উন্নয়নের প্রধান কারিগর।

যুবসমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে হলে পরিবারসহ সমাজকে উদ্যোগ নিতে হবে উল্লেখ করে তিনি উঠতি বয়সী সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং তারা স্বাভাবিক জীবনযাত্রার ব্যত্যয় ঘটাচ্ছে কি না, সে ব্যাপারে অভিভাবকদের সর্বাগ্রে নজর দেওয়ার অনুরোধ জানান।

রাষ্ট্রপতি বলেন, মাদকের ভয়ংকর আগ্রাসন থেকে দেশ ও জাতিকে রক্ষা করতে হলে আইনের কঠোর প্রয়োগ এবং মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনের পাশাপাশি মাদকবিরোধী ব্যাপক গণসচেতনতা ও সামাজিক আন্দোলন প্রয়োজন। আর মাদকবিরোধী আন্তর্জাতিক দিবস পালন এ আন্দোলনেরই একটি অংশ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে বলেন, মাদক পাচার মানবসৃষ্ট একটি বহুমাত্রিক সমস্যা। মাদকের চোরাচালান ও অপব্যবহারের ফলে জনস্বাস্থ্য, আইনশৃঙ্খলা ও দেশের অর্থনীতি বিপর্যস্ত হয়।

শেখ হাসিনা বাংলাদেশসহ বিশ্বব্যাপী মাদকের অবাধ বিস্তার রোধে মাদকবিরোধী আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি মাদক নিরোধ-শিক্ষা ও সচেতনতা সৃষ্টি এবং ব্যাপক সামাজিক আন্দোলন গড়ে তোলার ওপর।

(ওএস/এইচআর/জুন ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test