E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী গ্রেফতার

২০১৭ জুলাই ২৮ ১১:৩৪:০২
হলি আর্টিজানে হামলার অন্যতম পরিকল্পনাকারী গ্রেফতার

নাটোর প্রতিনিধি : রাজধানীর গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার অন্যতম পরিকল্পনাকারী নব্য জেএমবির রাশেদ ওরফে র‌্যাশকে নাটোরের সিংড়া বাস স্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ।

তাকে ওই হামলা মামলার তদন্তের দায়িত্বপ্রাপ্ত কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের কাছে হস্তান্তরের জন্য ঢাকায় নেওয়া হচ্ছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে রাতে নাটোরের সিংড়া এলাকা থেকে বগুড়া জেলা পুলিশের একটি দল রাশেদকে গ্রেফতার করে। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার বাসিন্দা।

বগুড়া জেলার পুলিশ সুপার (এসপি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বগুড়া জেলা পুলিশ, সিটিটিসি ইউনিট ও পুলিশ সদরদফতরের যৌথ দল সিংড়া বাসস্ট্যান্ড থেকে রাশেদকে গ্রেফতার করেছে। যেহেতু গুলশান হামলার মামলাটি পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট তদন্ত করছে, সেহেতু তাদের কাছেই রাশেদকে হস্তান্তর করতে ঢাকায় নেওয়া হচ্ছে।

গত বছরের ১ জুলাই রাতে হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা চালায় সশস্ত্র পাঁচ জঙ্গি। হামলায় বেশ ক’জন বিদেশি, দুই পুলিশ কর্মকর্তাসহ মোট ২২ জনকে বর্বরোচিত কায়দায় হত্যা করে জঙ্গিরা। পরদিন সকালে যৌথ বাহিনীর অভিযানে নিহত হয় পাঁচ জঙ্গিও।

ওই হামলার মূল পরিকল্পনাকারীসহ জঙ্গি গোষ্ঠী নব্য জেএমবির ২১ জনের জড়িত থাকার তথ্য পেয়েছেন মামলার তদন্তকারীরা। তাদের মধ্যে এখন পর্যন্ত অন্তত ১৫ জন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃথক অভিযানে নিহত হয়।

(এলএইচ/এএস/জুলাই ২৮, ২০১৭)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test