E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘আগামীতে প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে ভাতা পৌঁছে দেয়া হবে’

২০১৭ আগস্ট ০১ ২৩:৫৭:১৬
‘আগামীতে প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে ভাতা পৌঁছে দেয়া হবে’

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক এমপি বলেছেন, বর্তমান সরকার অসচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে সরকারিভাবে আবাসনের ব্যবস্থা করবে। কোন মুক্তিযোদ্ধাকে আর গৃহহীন থাকতে হবে না। দূর দূরান্তের অনেক বয়সী বা পঙ্গু মুক্তিযোদ্ধাকে বাড়ি থেকে অনেক পথ পাড়ি দিয়ে জেলা কিংবা উপজেলা সদরে এসে ভাতা তুলতে হয়। এ কষ্ট দূর করতে আগামীতে প্রত্যেক মুক্তিযোদ্ধার বাড়িতে গিয়ে ভাতা পৌঁছে দেয়া হবে।

দেশের স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী প্রত্যেক মুক্তিযোদ্ধার কবর সরকারি বরাদ্দে ২লক্ষ টাকা ব্যয়ে একই নির্মাণ শৈলীতে তৈরি করা হবে। এছাড়া যেসব জায়গায় পাকবাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়েছে সেসব জায়গায় স্মৃতিস্তম্ভ এবং জেলার বদ্ধভূমি নির্মাণ করা হবে। এখন থেকে বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধের উপর ১০০নম্বরের প্রশ্ন থাকবে। শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি (মন্ত্রী) গতকাল মঙ্গলবার ০১ আগষ্ট দুপুরে লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন উপলক্ষে কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত এক মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীনের সভাপতিত্বে মত বিনিময় সভায় আরো বক্তব্য রাখেন নড়াইল -২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ গোলাম কবীর, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ফকির মফিজুল হক, উপজেলা চেয়ারম্যান সৈয়দ ফয়জুল আমির লিটু, মুক্তিযোদ্ধা ইলিয়াস আহম্মদ প্রমুখ।

মন্ত্রী আক্ষেপ করে বলেন, সুবিধাবাদীরা আপনাদের কিছু খাওয়ায়ে,আদর যত্ন করে ভোট নিয়ে কমান্ডার আর নেতা তৈরী হয়,আপনারা ভোট না দিলে টাউট বাটপার কমান্ডার হতে পারবে না। লোহাগড়্ায় মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই তালিকা নিয়ে আপত্তি থাকায় পূনরায় যাচাই-বাছাই করার আহবান জানান। আগামি কোরবানীর ঈদে প্রত্যেক মুক্তিযোদ্ধাকে বকেয়া বোনাসসহ বোনাস বাবদ মোট ৩২হাজার ৫শ’টাকা প্রদান করা হবে। পরে তিনি লোহাগড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন করেন।

(আরএম/এএস/আগস্ট ০১, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test