E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী

২০১৭ আগস্ট ০৯ ১২:২৬:৩৪
সৌদি পৌঁছেছেন ৫০ হাজার হজযাত্রী

স্টাফ রিপোর্টার : সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় চলতি বছর (২০১৭ সাল) মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজযাত্রী পবিত্র হজ পালন করতে সৌদি যাবেন। এর মধ্যে এখন পর্যন্ত (৮ আগস্ট, মঙ্গলবার) মোট ৪৯ হাজার ৬৮৪ জন হজযাত্রী সৌদি পৌঁছেছেন। বর্তমানে তারা মক্কা ও মদিনাতে অবস্থান করছেন। ধর্ম মন্ত্রণালয়ের প্রকাশিত হজ বুলেটিন সূত্রে এসব তথ্য জানা গেছে।

হজ পালনে সৌদি আরবে পৌঁছানো মোট হজযাত্রীর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৩ হাজার ৩৩৮ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৩৪৬ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭১টি ও সৌদি এয়ারলাইন্সের ৮০টিসহ মোট ১৫১টি ফ্লাইটে হজযাত্রীদের পরিবহন করা হয়।

বুলেটিনে বলা হয়, বাংলাদেশের হজ অফিস মক্কার কনফারেন্স কক্ষে মঙ্গলবার (৮ আগস্ট) রাত ১০টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফয়েজ আহমেদ ভূঁইয়ার সভাপতিত্বে হজ প্রশাসনিক দলের নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রশাসনিক দল, চিকিৎসক এবং আইটি দলের দলনেতারা নিজ নিজ দলের কাজের অগ্রগতি সম্পকে সভাপতিকে অবহিত করেন।

উল্লেখ্য, হজযাত্রীদের সৌদি আরবে যাত্রার প্রথম ফ্লাইট শুরু হয় গত ২৪ জুলাই। চলবে আগামী ২৮ আগস্ট পর্যন্ত এবং হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ৬ সেপ্টেম্ব শুরু হয়ে চলবে ৫ অক্টোবর পর্যন্ত।

(ওএস/এসপি/আগস্ট ০৯, ২০১৭)

পাঠকের মতামত:

১৮ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test