E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রাজনীতিকে ফরমালিনমুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

২০১৪ জুন ২৭ ১৬:৫৫:২৭
রাজনীতিকে ফরমালিনমুক্ত করার আহ্বান তথ্যমন্ত্রীর

স্টাফ রিপোর্টার : ফলের মতো  রাজনীতিকে ফরমালিনমুক্ত করার আহ্বান জানালেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ফরমালিনমুক্ত ফল উৎসব-২০১৪। ওই উৎসবে উপস্থিত থেকে তিনি এই আহ্বান জানান।

তথ্যমন্ত্রী বলেন, সাংবাদিকরা কৃষকের মতই গণতন্ত্রের ফল তৈরি করেন। আমাদের রাজনীতিতেও অনেক ফরমালিন রয়েছে। সাংবাদিকদের উচিৎ ফরমালিনযুক্ত ফল ও রাজনীতি উভয় থেকে দেশকে মুক্ত করা।

মন্ত্রী বলেন, স্বাধীনতার আগে আমাদের কৃষকরা ফল উৎপাদন করেও এর ভাগ পেত না। এখন তারা উৎপাদন করে ঠিকই, তবে ব্যবসায়ীরা ফলের পচন রোধে ফরমালিন ও কার্বাইড মিশিয়ে অসৎ কাজ করেন। এর থেকে পরিত্রাণ পেতে হলে ফরমালিনের অসৎ ব্যবহার বন্ধ করতে হবে। ফরমালিনমুক্ত খাদ্যপণ্য এবং ফলমূল পাওয়া এখন মৌলিক দাবিতে পরিণত হয়েছে।

তিনি বলেন, বাংলাদেশে ভেজালমুক্ত খাদ্য আন্দোলন শুরু হয়ে গেছে । খাদ্যে কিভাবে ভেজাল রোধ করা যায় সেটা নিয়ে আগামী সোমবারের মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আলোচনা করবেন। ভেজালমুক্ত খাদ্য আন্দোলনকে বেগবান করতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

ডিআরইউর সভাপতি শাহেদ চৌধুরীর সভাপতিত্বে ফল উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

এর আগে ফল উৎসবের উদ্বোধন করেন ডিআরইউইয়ের সভাপতি শাহেদ চৌধুরী।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, সবাইকে ফরমালিনমুক্ত আম সরবরাহের জন্য চাপাইনবাবগঞ্জ থেকে আম সংগ্রহ করা হয়েছে। আশা করি সরকার দেশের ফলকে ফরমালিনমুক্ত এবং ফরমালিন পরিমাপের মানসম্মত যন্ত্র বাজারে আনবে।

ফরমালিনের ভয়ে মানুষ ফল খাওয়া ছেড়ে দিয়েছে। অনেকেই চেনে না দেশিয় ফল, জানে না ফলের নাম। তাই পরবর্তী প্রজন্মকে ফলের সঙ্গে পরিচয় করিয়ে দিতেই এ ফল উৎসবের আয়োজন করেছে ডিআরইউ।

উৎসবে ক্যামিকেল ও ফরমালিনমুক্ত দেশি-বিদেশি মোট ২০ প্রকারের ফল পরিবেশন করা হয়। ডিআরইউর সদস্য এবং সাংবাদিকদের জন্য উন্মুক্ত ছিল এই ফল উৎসব।

(ওএস/এস/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test