E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

অভ্যন্তরীণ সমস্যার সমাধান দেশের জনগণকেই করতে হবে

২০১৪ জুন ২৭ ১৭:২৯:২৪
অভ্যন্তরীণ সমস্যার সমাধান দেশের জনগণকেই করতে হবে

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের রাজনীতিসহ অন্য যেসব অভ্যন্তরীণ সমস্যা রয়েছে তার সমাধান দেশের জনগণকেই করতে হবে বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবর উদ্দিন।

বাংলাদেশ সফরকে ইতিবাচক মন্তব্য করে তিনি আরও বলেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ-ভারতের মধ্যকার একটা নতুন সম্পর্কের যাত্রা শুরু হলো।

শুক্রবার দুপুরে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ত্যাগ করার সময় হযরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

ব্রিফিংয়ে তার সঙ্গে ছিলেন ভারতের পরারাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব শ্রী প্রিয়া রঙ্গনাথ।

এর আগে দুপুর ১২টায় দশম জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদের সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করেন বাংলাদেশে সফররত ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

তার আগে সকাল সাড়ে ১০টায় হোটেল সোনারগাঁওয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেন সুষমা স্বরাজ।

এ সময় সুষমা স্বরাজের সঙ্গে ছিলেন, ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার পঙ্কজ শরণ, ডেপুটি হাইকমিশনার সুজিত চক্রবর্তী, ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং, সুষমা স্বরাজের রাজনৈতিক সচিব সুজিত ঘোষ প্রমুখ।

(ওএস/এটিআর/জুন ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test