E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘বন্যা দূর্গত এলাকায় কোন মানুষ ত্রাণ সহযোগিতার বাইরে থাকবে না’

২০১৭ আগস্ট ১৯ ২০:৪৭:৪০
‘বন্যা দূর্গত এলাকায় কোন মানুষ ত্রাণ সহযোগিতার বাইরে থাকবে না’

নাটোর প্রতিনিধি : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, বন্যাসহ যে কোন প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার সক্ষমতা বর্তমান সরকারের আছে। বন্যা দুর্গত এলাকায় কোন মানুষ ত্রাণ সহযোগিতার বাইরে থাকবে না। তাদের ক্ষতি পুষিয়ে নিতে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে। স্বাভাবিক জীবন যাত্রা শুরু না হওয়া পর্যন্ত এই সহযোহিতা অব্যাহত থাকবে। শনিবার দুপুরে সিংড়া পৌরসভা এলাকার উত্তর দমদমা এবং শেরকোল ইউনিয়নের শিববাড়ী এলাকায় বন্যা দুর্গত তিন শতাধিক মাঝে ত্রাণ বিতরণ কালে তিনি এসব কথা বলেন।

এসময় সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আহসান, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস উপস্থিত ছিলেন। এসময় প্রতিমন্ত্রী সিংড়া পৌরসভা এলাকার উত্তর দমদমা এবং শেরকোল ইউনিয়নের শিববাড়ী এলাকায় ২৭৮টি পরিবারের মাঝে ২০ কেজি করে চাল, আধা কেজি করে ডাল ও চিড়া, নগদ ২০০ টাকা এবং খাবার স্যালাইন,পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ও দিয়াশলাই বিতরন করেন। পরে প্রতিমন্ত্রী উপজেলার বন্যা দুর্গত বিভিন্ন এলাকা পরিদর্শন এবং বন্যার্তদের খোজ খবর নেন।

তিনি নৌকা পথে ও পায়ে হেঁটে বিভিন্ন এলাকা ঘুরে দেখেন এবং নিংগইন স্কুল আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেন এবং বন্যার্তদের খোজ খবর নেন। এসময় তিনি উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সবসময় বন্যার্তদের পাশে থাকার নির্দেশনা দেন এবং গত কয়েকদিনে জনগনকে নিয়ে বন্যার্তদের পাশে থাকায় তাদের ধন্যবাদ জানান।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ওহিদুর রহমান শেখ, সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, শেরকোল ইউপি চেয়ারম্যান লুৎফুল হাবিব রুবেল প্রমুখ।

(এলএইচ/এএস/আগস্ট ১৯, ২০১৭)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test