E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

‘রোহিঙ্গাদের নিবন্ধন করা হবে’

২০১৭ সেপ্টেম্বর ০৯ ২০:৪৭:২৫
‘রোহিঙ্গাদের নিবন্ধন করা হবে’

কক্সবাজার প্রতিনিধি : রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।

তিনি বলেন, এর পাশাপাশি একটি নির্দিষ্ট স্থানে রোহিঙ্গাদের একত্রিত করে বায়োমেট্রিক তথ্য সংগ্রহ ও নিবন্ধন কার্যক্রম শুরু করা হবে।

শনিবার দুপুরে কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পরিদর্শনকালে এসব কথা বলেন ত্রাণমন্ত্রী।

তিনি বলেন, কুতুপালংয়ে জায়গা আছে প্রায় পাঁচ হাজার একর। এর মধ্যে দুই হাজার একর জায়গা নিয়ে ক্যাম্প তৈরি করা হবে। রোহিঙ্গারা যতসংখ্যক এসেছে, তাদের সঠিকভাবে রাখতে এই দুই হাজার একর জায়গাতেই রাখা সম্ভব। এছাড়া যারা বার্মা থেকে এসেছে তাদের প্রত্যেককে নিবন্ধন করতে হবে। যাতে ফেরত দেয়ার সময় এই লিস্ট ধরে পাঠানো যায়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু এমপিসহ সরকারি কর্মকর্তা, এনজিও সংস্থার প্রতিনিধিরা। তারা রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন এবং খোঁজখবর নেন।

(ওএস/এএস/সেপ্টেম্বর ০৯, ২০১৭)


পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test