E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘আগামী দেড় বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ জ্বলবে’

২০১৭ সেপ্টেম্বর ১০ ১৮:৫২:০৭
‘আগামী দেড় বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ জ্বলবে’

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি : ‘আগামী দেড় বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি বাড়িতে বিদ্যুৎ জ্বলবে, প্রত্যেক মানুষের ঘরের উপর চাল থাকবে’ এ কথা বলেছেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। তিনি রবিবার ময়মনসিংহের নান্দাইলে উপজেলা আওয়ামীলীগের আহবায়ক কমিটি আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির ভাষণ দিচ্ছিলেন।

তিনি আরও বলেন ২০২১ সালের মধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিনত হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে এদেশ বিশ্বে উদহারণ দেয়ার মত দেশে পরিনত হবে। তিনি নান্দাইল পৌরসভাকে দ্বিতীয় শ্রেণির পৌরসভায় উন্নীত করা ঘোষণা করেন।

বিকেলে চন্ডীপাশা সরকারী উচ্চ বিদ্যালয় খেলার মাঠে উপজেলা আওয়ামীলীগের আহ্বায়ক সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন সংসদ সদস্য ডা. হাবিবে মিল্লাত, সংসদ সদস্য শরীফ আহমেদ, স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের চীফ ইঞ্জিনিয়ার শ্যামা প্রসাসদ অধিকারী, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপন, পৌর মেয়র রফিক উদ্দিন ভূইয়া। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন হাসান মাহমুদ জুয়েল।

জনসভার আগে নান্দাইল উপজেলার ১৫ টি উন্নয়ন কর্মকা-ের ভিত্তিপ্রস্থর স্থাপন ও উদ্বোধন করেন।

(এপি/এএস/সেপ্টেম্বর ১০, ২০১৭)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test