E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রমজানে বাজার মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪ টিম

২০১৪ জুন ২৯ ১২:২৩:০০
রমজানে বাজার মনিটরিং করবে বাণিজ্য মন্ত্রণালয়ের ১৪ টিম

স্টাফ রিপোর্টার : বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন, রমজানে দ্রব্যমূল্য কারসাজি ও বাজার নিয়ন্ত্রণ করতে বাণিজ্য মন্ত্রণালয় ঢাকা মহানগরের ১৪টি বাজার মনিটরিং করবে।

রবিবার জাতীয় সংসদে ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম হাজারীর এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।

তোফায়েল বলেন, পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্য ক্রেতাদের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সরকার সচেষ্ট। বাজারমূল্য সহনীয় রাখতে ব্যবসায়ী নেতারা আশ্বাস দিয়েছেন।

তিনি বলেন, ঢাকা মহানগরে ১৪টি টিম বাজার মনিটরিং করবে। একই সাথে ভোক্তা অধিকার, জেলা-উপজেলা প্রশাসন মোবাইল কোর্টের মাধ্যমে বাজার মনিটরিং করবে। সারাদেশে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রী আরও জানান, ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ’র (টিসিবি) নিয়ন্ত্রণে ৩ হাজার ৩২ জন ডিলারের মাধ্যমে সারাদেশে চিনি, মশুর ডাল, ভোজ্যতেল, ছোলা ও খেজুর সাশ্রয়ী মূল্যে বিক্রয় করা হবে।

রমজানের ১৫ দিন আগে, রমজানের প্রথম সপ্তাহ ও রমজানের মাঝামাঝি মোট তিনটি কিস্তিতে ডিলারদের মাধ্যমে টিসিবি’র পণ্য বিক্রয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। এর পাশাপাশি নিজস্ব ১০টি খুচরা বিক্রয় কেন্দ্রের মাধ্যমে পণ্য বিক্রয় করা হবে।

রমজান উপলক্ষে ১০ জুন থেকে সারাদেশে ১৭৪টি স্থানে খোলা ট্রাকে করে টিসিবি পণ্য বিক্রয় করছে।

(ওএস/এইচআর/জুন ২৯, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test