E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

‘দেশে সাম্প্রদায়িকতার স্থান নেই’

২০১৭ সেপ্টেম্বর ১৯ ২১:১৬:১০
‘দেশে সাম্প্রদায়িকতার স্থান নেই’

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু বাংলাদেশকে অসাম্প্রদায়িক দেশ হিসেবে গড়েছেন। তাই এ দেশে কোনো সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদের স্থান নেই। প্রতিটি মানুষের নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালনের অধিকার রয়েছে।

মঙ্গলবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) প্রাঙ্গণে সনাতন সমাজকল্যাণ সংঘ আয়োজিত দুর্গাপূজার মহালয়া অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ কথা বলেন।

অনুষ্ঠানে সনাতন সমাজকল্যাণ সংঘের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ ও সাধারণ সম্পাদক স্বপন কুমার মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এর আগে ভোর সাড়ে ৫টায় পুরোহিতের মন্ত্র পাঠের মাধ্যমে মহালয়ার আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে অসুর কর্তৃক দেবালয় থেকে দেবতাদের বিতাড়ন ও দেবী দুর্গার মহাশক্তির আবির্ভাবে অসুরদের বিনাশ সম্পর্কিত অনুষ্ঠান মঞ্চস্থ হয়। পরে শুরু হয় চণ্ডীপাঠ। ভোরে মন্দিরে মন্দিরে ঘট স্থাপন, বিশেষ পূজা সঙ্গে শঙ্খ ধ্বনি ও চণ্ডীপাঠের মাধ্যমে দেবী দুর্গাকে মহালয়ার মাধ্যমে এ মর্ত্যলোকে আমন্ত্রণ জানানো হয়।

২৬ সেপ্টেম্বর ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে হিন্দু ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

(ওএস/এএস/সেপ্টেম্বর ১৯, ২০১৭)




পাঠকের মতামত:

১৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test