E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কবি আবুল হোসেন আর নেই

২০১৪ জুন ৩০ ০৮:১৭:১৮
কবি আবুল হোসেন আর নেই

ডেস্ক রিপোর্ট : কবি আবুল হোসেন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রবিবার রাত ১০টার দিকে তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী এবং ভক্ত রেখে গেছেন।

তিনি বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়।

স্কয়ার হাসপাতালের নার্স ইনচার্জ সোহেল রানা তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, পরিবারের লোকজন কবি আবুল হোসেনকে রবিবার রাত সাড়ে ১০টার দিকে হাসপাতালে নিয়ে আসেন। কিন্তু হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়।

বাংলাদেশের প্রখ্যাত এই কবি ১৯২২ সালের ১৫ আগস্ট তার নানাবাড়ি বাগেরহাট জেলার ফকিরহাট থানার আড়ুয়াভাঙা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পৈত্রিক বাড়ি খুলনা জেলার বর্তমান রূপসা থানার দেয়াড়াগ্রামে। তার শৈশব কেটেছে এই গ্রামেই।

১৯৪২ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে তিনি অর্থনীতিতে বিএ অনার্স শেষ করেন। প্রেসিডেন্সি কলেজে পড়ার সময়ই ১৯৪০ সালে প্রকাশিত হয় কবির প্রথম কবিতার বই ‘নব বসন্ত’। শুধু কবিতাই নয় তিনি উপন্যাস, গদ্য এবং স্মৃতিকথামূলক গ্রন্থও রচনা করেছেন। এ ছাড়া তিনি ‘পার্বত্যের পথে’ নামক ভ্রমণ কাহিনীও লিখেছেন।

১৯৫৮ সালে তিনি প্রখ্যাত লেখক আকবর উদ্দিনের জ্যেষ্ঠ কন্যা সাহানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

তিনি তার দীর্ঘ সাহিত্য জীবনে একুশে পদক, বাংলা একাডেমি পুরস্কার, জাতীয় কবিতা পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদকসহ বিভিন্ন সম্মাননা পান।

(ওএস/এইচআর/জুন ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test