E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

মাসে একদিন ব্যক্তিগত গাড়িমুক্ত থাকবে মানিক মিয়া এভিনিউ

২০১৭ সেপ্টেম্বর ২৩ ১২:৫৩:০৭
মাসে একদিন ব্যক্তিগত গাড়িমুক্ত থাকবে মানিক মিয়া এভিনিউ

নিউজ ডেস্ক : প্রতি মাসের প্রথম শুক্রবার রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে ব্যক্তিগত গাড়ি চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

ওবায়দুল কাদের মনে করেন, ‘ব্যক্তিগত গাড়িমুক্ত দিবস কাগজে লিখে, সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে কোনো লাভ নেই যদি না বাস্তবতা থাকে।

গতকাল জাতীয় সংসদ ভবনের সামনে বিশ্ব ব্যক্তিগত গাড়িমুক্ত দিবসের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

যোগাযোগ ব্যবস্থায় যে লক্ষ্যমাত্রা হাতে নেয়া হয়েছে তা ২০৩০ সালের মধ্যে পূরণে ব্যক্তিগত গাড়ি নিয়ন্ত্রণ করতে হবে বলেও জানান মন্ত্রী।

বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ২০০৬ সাল থেকে এ দিবসটি পালিত হয়ে আসছে। তবে বিগত বছরগুলো বেসরকারি উদ্যোগে পালিত হলেও এবারই ঢাকা সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এবং সড়ক ও জনপথ বিভাগসহ সরকারি ও বেসরকারি ৫৯টি সংস্থার সম্মিলিত উদ্যোগে রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি পালিত হল।

দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল ‘ যানজট ও দূষণমুক্ত নগরায়নে প্রয়োজন, গণপরিবহন ব্যবস্থায় উন্নয়ন এবং ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিয়ন্ত্রণ।’সূত্র: বাসস।

(ওএস/এসপি/সেপ্টেম্বর ২৩, ২০১৭)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test