E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নদীবাহিত বন্যার সম্ভাবনা নেই

২০১৪ জুলাই ০৬ ০৭:৫৫:৪৬
নদীবাহিত বন্যার সম্ভাবনা নেই

স্টাফ রিপোর্টার : বক্ষ্ণপুত্র, গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি বাড়তে শুরু করেছে। আগামী এক সপ্তাহ বৃষ্টিপাত অব্যাহত থাকলেও দেশের কোথাও নদীবাহিত বন্যার সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

শনিবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বিশেষ বুলেটিনে জানানো হয়, নেত্রকোনার কংস নদী জারিয়াজানজাইলে বিপদসীমার ৭ সে.মি. উপর দিয়ে বয়ে যাওয়া ছাড়া অন্যান্য সকল নদ-নদীর পানি বিপদসীমার নীচ দিয়েই বয়ে যাচ্ছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের ডিউটি অফিসার এ এন এম তারেক সিদ্দিকী জানান, বহ্মপুত্র, গঙ্গা-পদ্মা ও মেঘনা নদীর পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। আগামী তিন দিন পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। তবে আগামী এক সপ্তাহও যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে, তারপরেও দেশের কোথাও নদীবাহিত বন্যার সম্ভাবনা নেই বলে তিনি জানান।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ এলাকায় অবস্থানকৃত লঘুচাপটি এখন বিহার এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল রয়েছে। এর প্রভাব সারাদেশে বৃষ্টিপাত হচ্ছে।

শনিবার দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে পটুয়াখালীতে ১৫৪ মিলিমিটার। ঢাকাতে বৃষ্টিপাত হয়েছে ৭০ মিলিমিটার। এছাড়া টাঙ্গাইল ২১, ফরিদপুর ১৫, মাদারিপুর ৩৭, ফেনী ৩৪, সিলেট ৭, বগুড়া ৩, রংপুর ৪৫, দিনাজপুর ৪, খুলনা ৪৯, সাতক্ষীরা ৪, বরিশাল ৪০ এবং ভোলায় ৮৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

এদিকে শনিবার সন্ধ্যায় আবহাওয়া অধিপ্তরের পূর্বাভাসে জানানো হয়েছে, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় এবং ঢাকা, রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারী ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test