E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সমুদ্র উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত

২০১৪ জুলাই ২১ ১৩:৫২:৪০
সমুদ্র উপকূলে তিন নম্বর সতর্কতা সংকেত

স্টাফ রিপোর্টার : উত্তর-বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশ-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে ।

সোমবার আবহাওয়ার এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, উত্তর-বঙ্গোপসাগরে মৌসুমী বায়ু অতি প্রবল থাকায় উত্তর-বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও চলাচলকারী ট্রলারসমূহকে অনতিবিলম্বে নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।

(ওএস/এটিআর/জুলাই ২১, ২০১৪)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test