E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

ট্রাশট্যাগ চ্যালেঞ্জ নিয়ে ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’

২০১৯ এপ্রিল ০৩ ১৯:৩৩:০৩
ট্রাশট্যাগ চ্যালেঞ্জ নিয়ে ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’

স্টাফ রিপোর্টার: দেশব্যাপী জনগণকে পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সচেতন করতে ট্রাশট্যাগ চ্যালেঞ্জ নিয়ে শুরু হয়েছে ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’ ক্যাম্পেইন।

বুধবার (৩ এপ্রিল) প্রতিষ্ঠানটির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নিমিত্তে ও জনসচেতনতা বাড়ানোর লক্ষ্যে ২০১৭ থেকে ‘স্যাভলন-ক্লিন বাংলাদেশ’ শীর্ষক ক্যাম্পেইন পরিচালনা করে আসছে এসিআইয়ের পণ্য দেশের অন্যতম অ্যান্টিসেপ্টিক ব্রান্ড স্যাভলন। এরই ধারাবাহিকতায় সম্প্রতিককালে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া পাওয়া ‘ট্রাশট্যাগ চ্যালেঞ্জ’র সঙ্গে একাত্ম হয়েছে ‘স্যাভলন ক্লিন বাংলাদেশ’। তাই দেশব্যাপী জনগণকে উদ্বুদ্ধ করতে স্যাভলনের এ নতুন ক্যাম্পেইন। ক্যাম্পেইনে দেশের যেকোনো প্রান্ত থেকেই অংশ নেওয়া যাবে।

ক্যাম্পেইনে অংশ নেওয়ার জন্যে সর্বোচ্চ তিনজনের একটি টিম গঠন করে, স্যাভলন বাংলাদেশ পেইজের ইনবক্সে নাম, ফোন নম্বর, ঠিকানা ও যেই জায়গাটি পরিষ্কার করতে আগ্রহী তার ছবি শেয়ার করতে হবে। ছবিগুলো যাচাই করে স্যাভলন আগ্রহী টিমগুলোর কাছে স্যাভলনের টি-শার্টসহ ‘স্যাভলন ক্লিনিং কিট’ পাঠিয়ে দেবে।

এরপর অংশগ্রহণকারী টিম পরিষ্কার করা জায়গায় স্যাভলনের টি-শার্ট পরে ছবি তুলে তা স্যাভলন বাংলাদেশ পেইজের ইনবক্সে পাঠিয়ে দিলেই পেয়ে যাবে আকর্ষণীয় গিফট।

এ ক্যাম্পেইনে অংশগ্রহণ করতে চাইলে ভিজিট করুন স্যাভলনের ফেইসবুক পেইজে: (www.facebook.com/savlonbangladesh).

(ওএস/পিএস/এপ্রিল ০৩, ২০১৯)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test