E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভ্রমণ পিপাসুরা ছুটছে এখন বিহঙ্গ দ্বীপে

২০২০ অক্টোবর ০৬ ১৭:১৩:০৩
ভ্রমণ পিপাসুরা ছুটছে এখন বিহঙ্গ দ্বীপে

অমল তালুকদার, পাথরঘাটার বিহঙ্গ দ্বীপ থেকে ফিরে : জেলার নাম বরগুনা। এ জ্বেলার অতন্ত গুরুত্বপূর্ণ একটি উপজেলা পাথরঘাটা। পাথরঘাটার দক্ষিণ-পশ্চিমের একটি জনপদ টেংরা হাজিরখাল। হাজিরখাল থেকে ছোট্ট ট্রলারে অথবা ইঞ্জিনচালিত যেকোনো নৌযানে সহজে পৌছে যাওয়া সম্ভব নিকটবর্তী বিহঙ্গ দ্বীপে।

২ অক্টোবর শুক্রবার বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ এই বিহঙ্গদ্বীপের একটি ফলক আনুষ্ঠানিক উন্মোচন করেন।

শীত মৌসুমে এখানে ভ্রমণপিপাসুদের পদচারণায় মুখর থাকবে বিহঙ্গদ্বীপের সিবিচ। এখনই দলবেঁধে ভ্রমণপিপাসুর এখানে ছুটে আসতে শুরু করেছে। ৩ অক্টোবর শনিবার এখানকার দর্শনার্থী বেশ কয়েকজন বন্ধুদের সাথে কথা হল এ প্রতিনিধির।

বরগুনার বেতাগীর শ্রেষ্ঠ সভাপতি এস এম সি বিপ্লব হালদার বলেন, এই জায়গাটা অতি সুন্দর জায়গাটা আমি আবার আসব এবং বার বার আসব এবং যারা ঘুরতে আসেন তাদেরকে আসার জন্য অনুরোধ করবো।

পিরোজপুর মঠবাড়িয়া থেকে আসা গণমাধ্যমকর্মী জামান আবির বলেন, আমি অনেক পর্যটন জোনে গিয়েছি। দেশের বাইরেও ঘুরতে গিয়েছি। কিন্তু বাড়ির কাছে থাকা এত সুন্দর একটি জায়গা আসা হয়নি। আজকে নিয়ে এখানে তিনবার ঘুরতে এলাম । খুব ভালো লাগে জায়গাটি। আমার বিশ্বাস আগামী শীত মৌসুমে এখানে পর্যটকদের ঢল নামবে।

স্থানীয় ভ্রমণ গাইড হিসেবে খ্যাত ছাত্রবন্ধু ইয়াকুব জানান, এখানে আসলে স্বাভাবিকভাবে ভালো লাগে। খুব কাছে রয়েছে প্রাকৃতিক লীলাভূমি সুন্দরবন। নদী জঙ্গল কাশফুল একইসঙ্গে সকল সৌন্দর্য ভ্রমণপিপাসুদের হৃদয়ে দোলা দেয় নিঃসন্দেহে।

পর্যটনার্থী ও সমাজকর্মী হিরণময় জানান, বিহঙ্গ দ্বীপ এর এমন সৌন্দর্য ;চোখে না দেখলে বিশ্বাসই হতো না। আমরা ঘুরতে এসেছি যারা এখানে একবার ঘুরতে আসবে তাদের বারবার আসতে ইচ্ছে হবে।

কীভাবে যাবেন বিহঙ্গ দ্বীপ:

ঢাকাসহ দেশের যেকোনো স্থান থেকে বরগুনার পাথরঘাটায় আসবেন। পাথরঘাটা শেখ রাসেল স্কয়ার থেকে মোটরসাইকেল, বিভাটেক, ইজিবাইক, অটোরিকশা সহ যে কোন সড়ক জানে টেংরা হাজিরখাল যেতে হবে। সেখান থেকে ইঞ্জিন চালিত যেকোনো ট্রলার বা নৌযানে সহজেই পৌঁছে যাওয়া যায় বলেশ্বর নদীর বুকে জেগে উঠা প্রকৃতির অপরূপ সৃষ্টি বিহঙ্গ দ্বীপ।

(এটি/এসপি/অক্টোবর ০৬, ২০২০)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test