E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ঈদের ছুটিতে ঘুরে আসুন

২০১৬ জুন ২০ ১৫:২৮:৪০
ঈদের ছুটিতে ঘুরে আসুন

নিউজ ডেস্ক : ঈদের ছুটিতে ঘুরে আসতে পারেন সেন্টমার্টিন ঈদের ছুটিতে বেড়াতে যেতে পারেন দেশের মধ্যেই পছন্দের কোনো জায়গায়। অনেকেই নিজের উদ্যোগে বেড়াতে যেতে পছন্দ করলেও আবার অনেকেই ঝক্কি ঝামেলায় যেতে চান না। বেড়ানোর দায়দায়িত্ব বিভিন্ন ট্যুর অপারেটরকে দিয়ে একটি উপভোগ্য বেড়ানোর জায়গায় ঘুরে আসতে পছন্দ করেন।

কক্সবাজার ও সেন্ট মার্টিন
কক্সবাজার আর সেন্ট মার্টিনে যাওয়ার জন্য প্রায় সব পর্যটন সংস্থাই বিভিন্ন প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে সড়কপথে বাসে চড়ে ঢাকা থেকে কক্সবাজারে তিন দিন তিন রাত থাকার ব্যবস্থা আছে। খরচ পড়বে সদস্যসংখ্যার ওপর। সদস্য বেশি হলে খরচ কমে আসবে। বিমানে ভ্রমণ করতে চাইলে খরচ একটু বেশি পড়বে। তিন বা চারদিন ভ্রমণের জন্য খরচ পড়বে নয় থেকে ১১ হাজার টাকার মত।

সুন্দরবন
এখানে ভ্রমণের জন্য গাইড ট্যুর একটি প্যাকেজ ঘোষণা করেছে। এই প্যাকেজে ঢাকা থেকে সুন্দরবন যেতে চাইলে প্রতিজনের খরচ পড়বে ১৪ হাজার টাকা। রিভার অ্যান্ড ট্যুরের প্যাকেজে ঈদের দিনটা কাটাতে পারবেন সুন্দরবনেই। তাতে চারদিনের জন্য খরচ হবে জনপ্রতি ১২ হাজার টাকা।
তিন বা চারদিনের জন্য সুন্দরবন ভ্রমণে খরচ হবে নয় হাজার থেকে ১২ হাজার টাকার মধ্যে।

সিলেট, শ্রীমঙ্গল, জাফলং
২ বা তিন দিনের জন্য খরচ পড়বে ছয় হাজার ৫০০ থেকে নয় হাজার টাকার মধ্যে।
এসব প্যাকেজ নেবার আগে জেনে নিন সিলেটের কোন কোন অঞ্চল ভ্রমণ করানো হবে। তা অনুযাযী প্যাকেজের দাম ওঠানামা হবে।

রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান
তিন বা চারদিনের বান্দরবান ভ্রমণে খরচ হবে মোটামুটি সাত হাজার ৫০০ টাকা থেকে ১৩ হাজার ৫০০ টাকা। বান্দবান থেকে রাঙামাটি বা খাগড়াছড়ি যেতে চাইলেও ট্যুর অপারেটররা ব্যবস্থা করে দিতে পারবেন।

লক্ষ রাখুন
বিভিন্ন ট্যুর অপারেটরের প্যাকেজগুলো ঢাকা থেকে নির্দিষ্ট স্থানে যায় ও ঢাকায় ফিরে আসে।
প্যাকেজগুলোতে প্রতিজন ভ্রমণ করলে খরচ বেশি হলেও দলবেঁধে গেলে এই খরচ কিছুটা কম হবে।
ভ্রমণের অগে জেনে নিন ট্যুর অপারেটর আপনাকে কী কী সুবিধা দিচ্ছে। ভ্রমণের আগে নির্দিষ্ট স্থানের তাপমাত্রা জেনে নিন এবং সে অনুযায়ী পোশাকের ব্যবস্থা করুন।
ভ্রমণের জন্য রোদচশমা, ক্যামেরা, জরুরি ওষুধপথ্য, পানির পটসহ বিভিন্ন প্রয়োজনীয় জিনিস সঙ্গে নিন।

যোগাযোগ
বেঙ্গল ট্যুরস: ৮৮৩৪৭১৬।
গাইড ট্যুর: ৯৮৮৬৯৮৩
সেন্ট মার্টিন ট্যুরিজম লিমিটেড: ০১৭১৫৭৫৪০০৪
রিভার অ্যান্ড ট্যুর : ০১৫৫২৪৭০৭৫২
পেট্রো এভিয়েশন : ০১৭৩০০৪৩৬১৯
ইনসাইটা ট্যুরিজম: ০১৬৭৮৬২৩০৬১
বিভিন্ন ট্যুর অপারেটরের ওয়েবসাইটে গিয়েও বিভিন্ন প্যাকেজ সম্পর্কে ধারণা পাওয়া যাবে।


(ওএস/এএস/জুন ২০, ২০১৬)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test