E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সৃজন বাঁচতে চায়

২০১৯ জানুয়ারি ১২ ১৭:৫৯:৩৬
সৃজন বাঁচতে চায়

জকিগঞ্জ (সিলেট) প্রতিনিধি : দিনমজুর পিতা করুনা দেবনাথ ও প্রতিবন্ধী মাতা মঞ্জু রাণী নাথের ৫ বছর বয়সের একমাত্র ছেলে সৃজন দেবনাথ জটিল কিডনী রোগে আক্তান্ত। সৃজনকে বাঁচাতে সহায় সম্বল বিক্রি করেছে পরিবারটি। সিলেট মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার মনজির আলীর পরামর্শে সৃজনের আত্মীয় জকিগঞ্জের পশ্চিমবন্দ গ্রামের ডা. বাবুল চন্দ্র নাথ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

সৃজন শিশু নেফ্রলজি বিভাগের ২০৩ নং ওয়ার্ডের ০৯ শয্যায় চিকিৎসাধীন। ডা. বাবুল চন্দ্র নাথ জানান, সৃজনের দীর্ঘ মেয়াদী চিকিৎসার প্রয়োজন। প্রতিদিন প্রায় ৫ হাজার টাকা ব্যয় হয়। হতদরিদ্র এ পরিবারের পক্ষে এ ব্যয় বহন সম্ভব নয়। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার গুংগির গাও গ্রামের সৃজনকে বাঁচাতে সাহায্যের আবেদন জানিয়েছেন তিনি।

সাহায্য পাঠাবার ঠিকানা : বাবুল চন্দ্র নাথ, সঞ্চয়ী হিসাব নং-১৯০৫২, পূবালী ব্যাংক, জকিগঞ্জ শাখা, সিলেট। মোবাইল ০১৭৪৭১৪৯৯২০।

(এসপি/এসপি/জানুয়ারি ১২, ২০১৯)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test