E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

দেড় লাখ টাকার অভাবে অন্ধ হয়ে যেতে পারে শিশু ইয়াসিন

২০২১ মার্চ ০২ ১৭:৫৬:৫২
দেড় লাখ টাকার অভাবে অন্ধ হয়ে যেতে পারে শিশু ইয়াসিন

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : রমজানেরই রোজার শেষে এলো খুশির ঈদ। কিন্তু এই খুশির ঈদই বিষাদে রূপ নেয় শিশু ইয়াসিনের পরিবারে। ঈদের দিন খেলতে গিয়ে বাঁশের কঞ্চির আঘাত লাগে সাড়ে ৪ বছরের শিশু ইয়াসিনের চোখে। কঞ্চির আঘাতে নষ্ট হয়ে যায় তার বাম চোখের কর্ণিয়া। ঘটনাটি গত মাহে রমজান শেষে পবিত্র ঈদুল ফিতরের দিন। সময় যতই যাচ্ছে চোখের মাংসপি- দিনদিন চোখের বাহিরে চলে আসছে। দ্রুত সময়ের মধ্যে প্রয়োজন কর্ণিয়া সংযোজন। নয়তো নষ্ট হয়ে যেতে পারে অপর চোখটিও। এমন শংকায় দিন কাটছে ছোট্ট শিশু মো. ইয়াসিন মিয়ার। সে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বোকাইনগর ইউনিয়নের ইয়ারপুর গ্রামের দিনমজুর মো. আবুল বাসারের ছেলে। 

আবুল বাশারের দৈনন্দিন যা আয় হয় তা দিয়েই চলে ২ ছেলে আর ১ কন্যাকে নিয়ে ৫সদস্যের পরিবার। ঈদের দিনে বন্ধুদের সঙ্গে খেলা করছিলো ইয়াসিন। হঠাৎ করে বাচোখে কঞ্চির আঘাত পায় ইয়াসিন। বাবা তাৎক্ষনিক ছুটে যান গৌরীপুর ডা. মুকতাদির চক্ষু হাসপাতালে, তারপরে সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে দীর্ঘদিন চলে চিকিৎসা। কিন্তু দিন দিন শিশুটির চোখের অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর রেফার্ড করা হয় ইস্পাহানী ইসলামিয়া আই ইনস্টিটিউট এ্যান্ড হসপিটালে। সেখান থেকে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চলে দীর্ঘদিন চিকিৎসা।

অসহায় বাবা সন্তান কাঁধে নিয়ে ছুটে চলেন এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে। দিন আনা দিন খাওয়া মানুষটির সংসার চলে অর্ধাহারে অনাহারে। চিকিৎসার খরচ যোগাড় করতে গিয়ে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের নিকট থেকে সহযোগিতাও নিয়েছেন বার বার। এখন নিরুপায় অসহায় এই বাবা। প্রয়োজন আর্থিক সহযোগিতা।

বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের ডা. নুসরাত শারমীনের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে শিশু ইয়াসিন। চিকিৎসকদের ভাষ্যমতে, কর্ণিয়া সংযোজন ব্যতিত ইয়াসিনের দৃষ্টি ফিরিয়ে দেয়া সম্ভব নয়। আর এই কর্ণিয়া যোগাড় ও প্রতিস্থাপন করতে প্রয়োজন দেড় লাখ টাকা। যা অসহায় বাবার পেেক্ষ আদৌ সম্ভব নয়। সন্তানের এমন অনিশ্চিত জীবন আর ভবিষ্যৎ নিয়ে শংকিত বাবা।

ইতোমধ্যে চোখের ক্ষতস্থানটি বড় হয়ে যাচ্ছে। চোখের বাহিরে বেড়িয়ে আসছে লালমাংস পিন্ড। বাবার চোখের দৃষ্টি এখন সন্তানের দিকে, শুধু প্রয়োজন আর্থিক সহযোগিতা। তিনি সহৃদয় ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন। সহযোগিতা পেলে ইয়াসিন ফিরে পাবে নতুন চোখ ও দৃষ্টি। সহযোগিতা করেেত চাইলে ইয়াসিনের বাবার নগদ বা বিকাশ নাম্বার ০১৭৬৬-৭৩৫৮০৮, প্রয়োজনে মুঠোফোন ০১৯৪৭-৮১৫২১৭ যোগাযোগ করতে পারেন।

(এস/এসপি/মার্চ ০২, ২০২১)

পাঠকের মতামত:

১২ জুলাই ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test