E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সেই সুলতানার চিকিৎসার দায়িত্ব নিলেন কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ

২০২১ এপ্রিল ২৩ ২১:৫১:৪৭
সেই সুলতানার চিকিৎসার দায়িত্ব নিলেন কুড়িগ্রাম স্বাস্থ্য বিভাগ

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : ‘১ যুগ শিকল বন্দি সুলতানার চিকিৎসার জন্য মানবিক আবেদন’ শিরোনামে উত্তরাধিকার ৭১ নিউজে সংবাদ প্রকাশের পর সুলতানার চিকিৎসার আশ্বাস দিয়েছেন কুড়িগ্রাম সদর উপজেলার স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ নজরুল ইসলাম।

শুক্রবার সকালে নজরুল ইসলাম সুলতানার বাড়িতে গিয়ে এ আশ্বাস দেন। এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা চিকিৎসা কর্মকর্তা আরেফিন দেওয়ান। এছাড়া সার্বিক সহযোগীতার আশ্বাস দিয়েছেন উপজেলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ নিলুফা ইয়াসমিন। সুলতানা (২৮) হলোখানা ইউনিয়নের চর সুভারকুটি গ্রামের মোক্তারের হাট এলাকার মৃত ছকমালের মেয়ে।

ডাঃ নজরুল ইসলাম জানান, বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ দেখে আমি সুলতানার বাড়িতে গিয়ে তার অভিভাবকের সাথে কথা বলে জানতে পারি, ১০/১২ বছর আগে পার্শ্ববর্তী মেহের জামালের সাথে তার বিয়ে হয়। কিন্তু হঠাৎ মানসিক ভারসাম্য হয়ে পড়েন সুলতানা। পরে অর্থের অভাবে কবিরাজি চিকিৎসা করার কারণে সে আর সুস্থ হয়ে উঠেনি। তাঁর অসুস্থার কারণে উন্নত চিকিৎসা না করা, অযত্ন আর অবহেলায় ধীরে ধীরে আরো মানসিক বিকারগ্রস্ত হয়ে পড়েন সুলতানা। এমতাবস্থায় তার একটি মেয়ে সন্তান জন্ম হয়।

এলাকার ছ’মিল মালিক মোঃ বেলাল রহমান সহ অনেকে বলেন, মেয়েটির শুধু উন্নত চিকিৎসার অভাবে এই পরিণতি। যদি তার উন্নত চিকিৎসা করা যায় আমরা আশাবাদী সে সুস্থ হয়ে উঠবে। কারণ তার এ সমস্যা জন্মগত নয়। তার ভাইয়েরা তার চিকিৎসা করার পর ভাল না হওয়ায় তাকে শিকলে বেঁধে রাখে।

ডাঃ নজরুল ইসলাম আরো বলেন, তাকে দীর্ঘদিন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দিতে হবে। এজন্য প্রচুর অর্থের প্রয়োজন হবে। তাই সিএস স্যার ও উপজেলা নির্বাহী অফিসারের সাথে কথা বলে সুলতানার সার্বিক সহযোগীতা করা হবে।

(পিএস/এসপি/এপ্রিল ২৩, ২০২১)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test