E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় মেধাবী রমজানের উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে এলেন জনপ্রতিনিধি

২০১৪ আগস্ট ৩১ ১৫:০৪:৫৩
লোহাগড়ায় মেধাবী রমজানের উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে এলেন জনপ্রতিনিধি

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : অদম্য মেধাবী রমজানের উচ্চ শিক্ষা অর্জনে এগিয়ে এলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের এক জনপ্রতিনিধি। পত্রিকায় প্রকাশিত খবর পড়ে নাম প্রকাশে অনিচ্ছুক ওই জনপ্রতিনিধি (ওয়ার্ড কাউন্সিলর) রমজানকে আর্থিক সহযোগিতার কথা জানান। রবিবার (৩১ আগস্ট) বেলা ১১টায় আমাদা আদর্শ কলেজ মিলনায়তনে রমজানের হাতে সহযোগিতার টাকা তুলে দেন কলেজ অধ্যক্ষ আল ফয়সাল খান ও আমাদা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নির্মল কুমার কুন্ডু।

এ সময় উপস্থিত ছিলেন কলেজ পরিচালনা পরিষদের সদস্য আলী আহম্মেদ খান, গাজী সাহিদুর রহমান, শিক্ষক আসাদুজ্জামান মন্ডল, নড়াইল প্রেসক্লাবের সহসভাপতি সুলতান মাহমুদ, কলেজ প্রভাষক রূপক মুখার্জি, আশরাফুল ইসলাম, দুর্গা সরকার, নাহিদুল ইসলাম, ফরহাদ খান, তানিয়া খানম, লিপিকা রানী, ফেরদৌসী খানম ও গোলাম কিবরিয়া।
রমজানের লেখাপড়ার জন্য প্রতিমাসে এক হাজার টাকা করে দেয়ার কথা জানিয়েছেন ওই ওয়ার্ড কাউন্সিলর।

আমাদা আদর্শ কলেজের অধ্যক্ষ আল ফয়সাল খান বলেন, রমজান এ বছর এইচএসসিতে মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে। দারিদ্রতার কারণে একাদশ ও দ্বাদশ শ্রেণিতে পড়ার সময় সহপাঠীদের প্রাইভেট পড়িয়ে লেখাপড়ার খরচসহ সংসারে সহযোগিতা করেছে সে। কলেজ থেকেও তাকে সহযোগিতা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ে ভর্তির লক্ষ্যে ১১ কিলোমিটার পথ হেঁটে প্রতিদিন বাড়ি থেকে নড়াইল শহরের একটি কোচিংয়ে যায় রমজান।উদ্দেশ্য বিশ্ববিদ্যালেেয় ভর্তির সুযোগ পেয়ে উচ্চশিক্ষা গ্রহণ করা। আর্থিক সহযোগিতা পেয়ে গর্বিত রমজান জানান, শিক্ষকতা তার পছন্দ।

উচ্চশিক্ষা গ্রহণ করে জাতি গঠনে ভূমিকা রাখতে চান। রমজানের বাবা লোহাগড়া উপজেলার আমাদা গ্রামের রফিক শেখ ও মা সালেহা বেগম রমজানের পাশে যিনি দাঁড়িয়েছেন তাকে (ওয়ার্ড কাউন্সিলর) ধন্যবাদ জানান। রমজানকে সহযোগিতায় করায় আমাদা আদর্শ কলেজের শিক্ষক-কর্মচারী, শিক্ষার্থী, পরিচালনা পর্ষদের সদস্যসহ এলাকাবাসী ওয়ার্ড কাউন্সিলরের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

(আরএম/এএস/আগস্ট ৩১, ২০১৪)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test