E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৮০ ভাগ পুড়ে যাওয়া মায়ের চিকিৎসায় সাহায্যের আবেদন

২০২১ মে ৩১ ১৬:১৪:৫৫
৮০ ভাগ পুড়ে যাওয়া মায়ের চিকিৎসায় সাহায্যের আবেদন

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : আগুনে মায়ের শরীরের  ৮০ ভাগ পুড়ে গেছে। মাকে নিয়ে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটের আইসিইউতে চিকিৎসাধীন আছেন পাথরঘাটার দরিদ্র ফুচকাওয়ালা হাসান।

পাথরঘাটার কালমেঘা ইউনিয়নের ১নম্বর ওয়ার্ডের কুপদন গ্রামে বাস করেন কৃষক বাবা কুদ্দুস প্যাদা(৮০)। ইদের ২দিন রাত ৮টায় হাসানের বৃদ্ধবাবা কুদ্দুস প্যাদা ঘরের বাইরে থাকা অবস্থায় কেরোসিনের বাতি থেকে মা মমতাজ(৬৫)এর শাড়ির সংস্পর্শে শরীর অগ্নিদগ্ধ হয়। প্রতিবেশী এবং তার বাবা ঘরে পৌঁছনোর আগেই মায়ের শরীরের ৮০ ভাগ-ই পুড়ে যায় বলে ছেলে হাসান জানায়। তাৎক্ষণিক মা মমতাজকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে তিন ঘন্টা পরে রাত ১২টায় সেখান থেকে বরিশাল আবার বরিশাল থেকে উন্নত চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসক রেফার করেন ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে।

গত ২২মে থেকে দরিদ্র হাসান এবং তার ভাই মামুন এবং বাবা সহ এখানে রয়েছে। আইসিওতে রেখে মায়ের চিকিৎসার জন্য শেষ সম্বল ১০ কাঠা জমি ছিল চাষাবাদের জন্য । সে জমিটুকু বন্ধক রেখেছে অসহায় এই পরিবারটি।যেখানে বিভিন্ন কৃষি ফলাতেন তার বাবা । হাটে বাজারে বিক্রি করে চলে যেত বৃদ্ধ বাবা-মায়ের সংসার ।

পাথরঘাটা পৌরশহরের মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে চার চাক্কার ভ্যানগাড়িতে ফুচকাওয়ালা হাসান প্রতিদিন ফুচকা চটপটি বিক্রি করে সে জীবিকার চাকা ঘোরাচ্ছিল! হঠাৎ-ই যেনো থেমেগেলো সব। শিশু দের সঙ্গে শিশুসুলভ ব্যবহার করা অত্যান্ত বিনয়ী পাথরঘাটার সেই ফুচকাওয়ালা হাসানকে চেনে সকল শিশু আর তাদের অভিভাবকগন । সমাজের বিত্তবানদের সহায়তা চাইছে এই পরিবারটি।

01303336214 এই নম্বরে হাসেনের নগদ খোলা আছে। সমাজের দানশীল ব্যক্তিরা এই বিপদে মানবিক হবেন এমন ভরসা করে অসহায় গরীব এই পরিবারটি।

(এটি/এসপি/মে ৩১, ২০২১)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test