E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিডনি রোগে আক্রান্ত পাথরঘাটার নেছার উদ্দিন বাঁচতে চায়

২০২৩ এপ্রিল ০৬ ১৬:৩৮:২৭
কিডনি রোগে আক্রান্ত পাথরঘাটার নেছার উদ্দিন বাঁচতে চায়

অমল তালুকদার, পাথরঘাটা : বরগুনার পাথরঘাটার বাসিন্দা  নেছার উদ্দিন (৪৬) কিডনির রোগে আক্রান্ত। খুলনার একটি বেসরকারি হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকের অধীন চিকিৎসা চলছে তাঁর।

প্রায় এক বছর আগে অসুস্থতা ধরা পড়ে। এরই মধ্যে তাঁর দুটি কিডনিই প্রায় অকেজো হয়ে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নেছার উদ্দিন একজন দিনমজুর। তাঁর যৎসামান্য আয়ে ছেলেমেয়েসহ চার সদস্যের সংসার চলে আসছিল। কিন্তু একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিটি অসুস্থ হয়ে পড়ায় সংসার চালানো ও তাঁর চিকিৎসার খরচ মেটানো দায় হয়ে পড়েছে। অল্প কিছু জমি যা ছিল, বিক্রি করে এত দিন চিকিৎসা খরচ জুগিয়েছেন। অনেক ধারদেনাও হয়েছে।

নেছার উদ্দিন বলেন, ডায়ালাইসিস করাতে প্রতি মাসে আটবার তাঁকে খুলনা যাতায়াত করতে হয়। এতে খরচ হয় বেশ কিছু টাকা। তাঁর পক্ষে চিকিৎসার খরচ জোগানো আর সম্ভব হচ্ছে না। তাই সমাজের বিত্তবান ব্যক্তিদের কাছে নিজের চিকিৎসায় সহায়তা করার জন্য আহ্বান জানাচ্ছেন তিনি।

সহায়তা পাঠানো "বিকাশ/রকেট /নগদ
০১৭১৯৫৯৪০৮০।
মোঃ নেছার উদ্দিন

(এটি/এসপি/এপ্রিল ০৬, ২০২৩)

পাঠকের মতামত:

০৭ জুন ২০২৩

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test