E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

বৈশাখী বাঁচতে চায়

২০১৪ ডিসেম্বর ০২ ১৭:৫০:৫২
বৈশাখী বাঁচতে চায়

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : মাথা গোজার ঠাঁই তার নেই। তাই কালকিনি উপজেলার ভুরঘাটা মজিদবাড়ি বাজারের পাশে সরকারি জমিতে খুপরি ঘর তৈরি করে পরিবার পরিজন নিয়ে কোনমতে জীবন যাপন করছেন দিনমজুর সাহেবআলী মিয়া। শত অভাব আর দুঃখের মাঁঝেও বাঁচার একমাত্র অবলম্বন মেয়ে বৈশাখীকে মেধাবী হওয়ায় পড়াচ্ছেন গোপালপুর বহুমূখী উচ্চ বিদ্যালয়ে। এবার সে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। কিন্তু ‘মরার ওপর খাড়ার ঘাঁ’ এর মতন সেই অবলম্বন মেয়ে বৈশাখীর শরীরে গত ২বছর থেকে নানানসব জটিল রোগ বাসা বেধেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. এস.এম জহিরুল হক চৌধুরী রোগ নির্নয় করে জানান, তার মৃগি রোগ হয়েছে এবং দীর্ঘস্থায়ী চিকিৎসার মাধ্যমে শিশুটি সুস্থ্য হয়ে উঠবে। সেই থেকে অনাহারে অর্ধাহারে থেকে অসহায় পরিবারটি বৈশাখীর চিকিৎসার খরচ যোগাচ্ছে। কিন্তু এখন পরিবারটির জন্য চিকিৎসার খরচ যোগানো অসম্ভব হয়ে পরেছে। তাই তার পরিবার মেধাবী ছাত্রী বৈশাখীর চিকিৎসার জন্য সাহায্যের আবেদন করেছেন। সাহায্য পাঠানোর ঠিকানা : মো. সাহেব আলী মিয়া, সঞ্চায়ী হিসাব নং-৭১৯৯৩, জনতা ব্যাংক, ভূরঘাটা শাখা, গৌরনদী, বরিশাল। বিকাশ-০১৭১৬০৯৮৩২১।

(টিবি/এএস/ডিসেম্বর ০২, ২০১৪)

পাঠকের মতামত:

২৬ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test