E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মানবতার সেবায় এগিয়ে আসুন

২০১৫ এপ্রিল ১২ ১৭:৫৭:১৫
মানবতার সেবায় এগিয়ে আসুন

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নে পল্লি কর্মসহায়ক ফাউন্ডেশন (পি কে এস এফ) ও কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার কোডেক’র যৌথ উদ্যোগে বিশেষায়িত ‘সম্মৃদ্ধি’ কর্মসূচির আওতায় গাইনি ও শিশু বিষায়ক বিশেষ ক্যাম্পের আয়েজন করা হয়।

ক্যাম্পে বরিশাল সেবাচিম হাসপাতালের শিশু ও কিশোর বিশেষজ্ঞ ডাক্তার মো: মজিবুর রহমান ও একই হাসপাতালের স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ সার্জন ডা: মো: শহিদুল ইসলাম যৌথ ভাবে ইউনিয়নের প্রায় দেরশ মহিলা, শিশু ও কিশোরকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন। এদের মধ্যে ২ বছর বয়সী একটি হাইপার হাইড্রোসিস রোগে আক্রান্ত শিশুও ছিল।

কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে অপরেশনের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়। শিশুটির দরিদ্য পিতা-মাতা ও স্বজনদের আর্থিক স্বচ্ছলতা নেই। শিশুটির চিকিৎসা ব্যায় ভার কোডেককে বহন করার অনুরোধ জানিয়ে উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

(এএম/এএস/এপ্রিল ১২, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test