E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটের কিশোর রাকিবুল বাঁচতে চায়

২০১৫ আগস্ট ৩১ ১৩:০৪:৫১
বাগেরহাটের কিশোর রাকিবুল বাঁচতে চায়

বাগেরহাট প্রতিনিধি  :বাগেরহাটে দু’বছর ধরে দুরারোগ্য ব্যাধির চিকিৎসা নিতে গিয়ে চাঞ্চল্যে ভরা কিশোর রাকিবুল এখন নির্জীব প্রায়। কেমো থেরাপি,রেডিও থেরাপিসহ বিভিন্ন ওষুধ ব্যবহারের কারণে রাকিবুলের শারিরীক অবয়ব এখন এমনই। দু’বছর ধরে দুরারোগ্য ব্যাধির সাথে লড়াই করতে গিয়ে কিশোর রাকিবুলের দরিদ্র পরিবার এখন সর্বশান্ত প্রায়।

বাগেরহাট শহরতলীর কাঁঠাল এলাকার মাহবুব আলম ও রিতা পারভিন এর একমাত্র ন্সন্তান রাকিবুল শারিরীক অসুস্থতা নিয়েও ২০১৩ সালে অনুষ্ঠিত পিএসসি পরীক্ষায় ভালো ফলাফলসহ কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এর পর থেকে শারিরীক দুরাবস্থার কারণে তার পড়াশুনা বন্ধ রয়েছে।

চিকিৎসকের মতে, কিশোর রাকিবুল অ্যাকিউট লিম্ফোব্লাষ্টিক লিউকেমিয়া (এএলএল) রোগে আক্রান্ত। সে ঢাকার বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটির হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা: এ বি এম ইউনুস এর তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে। কিশোর রাকিবুলের বেঁচে থাকার প্রয়োজনে তার শরীরে বোন মারো ট্রান্সপ্লানটেশন অপরিহার্য বলে চিকিৎসক অভিমত দিয়েছেন। এর জন্য প্রয়োজন প্রায় বিশ লক্ষ টাকা। যা তার পরিবারের পক্ষে যোগান দেবার ন্যুনতম সামর্থ্য নেই। আর অর্থের সংস্থান করতে না পারলে, চিকিৎসার অভাবে সম্ভাবনাময় এক কিশোরের নিশ্চিত জীবণাবসান।

এমন অবস্থায় কিশোর রাকিবুলের বেঁচে থাকার প্রয়োজনে তার পরিবারের পক্ষ থেকে সমাজ সেবী,দানশীল ও হৃদয়বান বিত্তশালী মানুষের কাছে অর্থ সহায়তা কামনা করেছে তার মা (রিতা পারভীন,সঞ্চয়ী হিসাব নং- ২৫১৯ ১১১ ০০১১ ৬৬৮৫,উত্তরা ব্যাক লিঃ বাগেরহাট শাখা,বাগেরহাট)। আপনাদের আন্তরিক সদিচ্ছা আর মানবিক সহায়তা কিশোর রাকিবুলের বেঁচে থাকার জন্য সহায়ক হবে। জয় হবে মানবতার।


(একে/এসসি/অঅগস্ট৩১,২০১৫)

পাঠকের মতামত:

১৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test