E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

হোসেনপুরে প্রতিবন্ধী শিক্ষকের কান্না

২০১৫ অক্টোবর ১৫ ১৪:০৯:০৮
হোসেনপুরে প্রতিবন্ধী শিক্ষকের কান্না

কিশোরগঞ্জ প্রতিনিধি: হোসেনপুর পৌর এলাকার ৬নং ওয়ার্ডের ধূলজুরী গ্রামের বাসিন্দা সামছুল হুদা বিপুল মাষ্টার শারীরিক প্রতিবন্ধী অবস্থায় ঘরে বসে অসহায় দিন কাটাচ্ছেন।

দুই সন্তানের জনক বিপুল মাষ্টার স্থানীয় প্রাইমারী স্কুলের শিক্ষার্থীদের প্রাইভেট পড়িয়ে সংসার চালাতেন। গত এক বছর ধরে তার মাথায় পিছনে রগে চাপ দিলে ব্রেইনে সমাস্যা দেখা দেয়। অপর দিকে ডানহাত ও কোমর অবস হয়ে পড়ে। সহায় সম্বল বলতে তার কিছুই নেই। পরিবারের চার সদস্যকে নিয়ে বিপুল মাষ্টার বহু কষ্টে দিনানিপাত করছেন। সমাজের প্রভাবশালী ব্যক্তি ও জনপ্রতিনিধিরা তাকে প্রতিবন্ধী ভাতার ব্যবস্থা করে দেয়ার আশ্বাস দিলেও তা ব্যর্থ হয়েছে। বর্তমানে প্রতিবন্ধী বিপুল মাষ্টার ঘরে বসেই অসহায়ত্ব জীবনের ব্যর্থতার গ্লানি টানছেন।

একমাত্র উপার্জনশীল ব্যক্তি অসুস্থ্য হয়ে পড়ায় বিপুল মাষ্টারের সংসারে কান্না থামছেনা।

প্রতিবন্ধী বিপুল জানান, একটি হুইল চেয়ারের অভাবে সমাজের আলো-বাতাস ভোগ ও মসজিদে গিয়ে নামাজ পড়তে পারছিনা।

(পিকেএস/এলপিবি/অক্টোবর ১৫, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test