E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

দুস্থ মহিলার পাশে মহানুভব জেলা প্রশাসক

২০১৬ মে ১০ ১৪:৫৬:০৭
দুস্থ মহিলার পাশে মহানুভব জেলা প্রশাসক

অভিজিত রাহুল বেপারী : বড়ছেলে পিরোজপুর সরকারি সোহরাওয়ার্দী কলেজে অনার্স পড়ার পাশাপাশি এক বাসায় কাজ করে, বাম চোখে টিউমার নিয়ে মেজছেলে ঢাকা মহম্মদপুরে এক বাসায় দারোয়ানের কাজ করার পাশাপাশি এ বছর এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ছোটছেলে মাদ্রাসায় পড়ে, স্বামী সুন্দরবনে গোলপাতা কাটতে গিয়ে বাঘের পেটে গেছে।

ভূমিহীন অসহায় মহিলা ছেলের চিকিৎসার খরচ জোগাতে না পেরে শরণাপন্ন হন পিরোজপুরের জেলা প্রশাসক মো. খায়রুল আলম শেখ এর কাছে। মহিলার দুরবস্থা দেখে জেলা প্রশাসক নগদ অর্থ সাহায্যের পাশাপাশি ভান্ডারিয়ার ইউএনও কে নির্দেশ দিয়েছেন একখন্ড খাসজমি বরাদ্দ দেয়ার জন্য।

পাশাপাশি নিজের ফেসবুক আইডির মাধ্যমে সমাজের বিত্তবান মানুষদের কেও অসহায় মহিলার প্রতি সাহায্যের হাত বাড়ানোর আহবান জানিয়েছেন।

(এআরবি/এএস/মে ১০, ২০১৬)

পাঠকের মতামত:

২১ নভেম্বর ২০১৮

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test