E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বড়াইগ্রামে মাতৃহীন প্রতিবন্ধী পুত্রকে ২২ দিন ধরে খুঁজছে পিতা

২০১৬ আগস্ট ০৫ ১৭:১১:৪৭
বড়াইগ্রামে মাতৃহীন প্রতিবন্ধী পুত্রকে ২২ দিন ধরে খুঁজছে পিতা

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি : নাটোরে বড়াইগ্রামের চান্দাই ইউনিয়নের দাসগ্রামের মাতৃহীন প্রতিবন্ধী পুত্র তুহিন (১৪) কে দীর্ঘ ২২ দিন ধরে খুঁজে-ফিরছে পিতা ইউনুস আলী। গত ১৪ জুলাই দুপুর ২টা থেকে একমাত্র সন্তান তুহিন হঠাৎ নিজ এলাকা দাসগ্রাম থেকে নিখোঁজ হয় বলে জানিয়েছেন তার দিনমজুর দরিদ্র পিতা। এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় সাধারন ডায়েরী করা হয়েছে।

ইউনুস আলী শুক্রবার বেলা ৩টার দিকে বড়াইগ্রাম উপজেলা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে উপস্থিত সাংবাদিকদের জানান, তুহিন মানসিক ও বুদ্ধি প্রতিবন্ধী হলেও সে নিজের নামসহ সকলের নাম বলতে পারে। নিখোঁজ হওয়ার সময় তার পরনে জিন্স প্যান্ট ও টি-শার্ট ছিলো। তার উচ্চতা ৪ ফুটের কিছু কম-বেশী হতে পারে। সে সারাদিন দাদী-দাদী কথাটি বেশী বলে। গত ১০ বছর আগে মা মারা গেলে দাদীর কাছেই সে বড় হয়। তুহিনের নিখোঁজ হওয়ায় দাদী আজেদা বেগম এখন পাগল প্রায়। তুহিনের খোঁজ পেলে তার পিতা ০১৭৫৪১২২৩৭৬ মোবাইল নম্বরে জানাতে অনুরোধ করেছেন।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনিরুল ইসলাম জানান, তুহিনকে খুঁজে বের করতে সম্ভাব্য সকল জায়গায় নিয়মিত খোঁজ নেয়া হচ্ছে।

(এসবি/এএস/আগস্ট ০৫, ২০১৬)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test