E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

থমকে দাঁড়িয়েছে শাহ আলমের সমাজ সচেতনতা প্রচারাভিযান

২০১৬ সেপ্টেম্বর ০২ ১৫:৫৯:৪৬
থমকে দাঁড়িয়েছে শাহ আলমের সমাজ সচেতনতা প্রচারাভিযান

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : আর্থিক সংকট আর শারিরীক অসুস্থতায় ঠিকভাবে কথা বলতে না পারলেও অদম্য মনোবল নিয়ে সমাজ সচেতনতার প্রচারণায় আজীবন নিজেকে নিয়োজিত রাখার অঙ্গিকার পুনঃব্যক্ত করলেন স্কাউট লিডার শাহ আলম।

উপজেলার ফুল্লশ্রী গ্রামের মৃত শহর আলী রাঢ়ীর ছেলে শাহ আলম ছাত্র জীবন থেকেই স্কাউট লিডার হয়ে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িয়ে পড়েন।
স্কাউট লিডার শাহ আলম ২০০২ সাল থেকে প্রায় একযুগেরও বেশী সময় নিজস্ব অর্থায়নে সমাজ সচেতনতার জন্য বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, হাট-বাজারসহ জনবহুল এলাকা ও অভিভাবকদের মধ্যে মাদক ও ধূম পান বিরোধী প্রচারনায় লিফলেট বিতরণসহ সিডি প্রদর্শন করে আসছিলেন। এসব কাজের পাশাপাশি তিনি এইচআইভি (এইডস) প্রতিরোধ, খাদ্যে ভেজাল প্রতিরোধ, নারী ও শিশু সুরক্ষায় প্রকাশিত বিভিন্ন সংবাদের ফটোকপি করে সরকারের বিভিন্ন দপ্তরসহ জনসমক্ষে বিতরণ অব্যাহত রেখেছিলেন।

কর্ম জীবনে শাহ আলম উপজেলা পাবলিক লাইব্রেরীতে লাইব্রেরিয়ান পদে দ্বায়িত্ব পালনের সময় স্থানীয় গীত বিতান সঙ্গীত নিকেতনের সম্পাদকের দ্বায়িত্ব পালনের সাথে আবৃত্তির প্রশিক্ষকেরও দ্বায়িত্ব পালন করেন।

দুই মেয়ে, এক ছেলেসহ তিন সন্তানের জনক শাহ আলম দু’বছর আগে স্ট্রোক করেন। স্ট্রোকের কারণে চাকুরী হারিয়ে স্বর্বস্ব খুইয়ে চিকিৎসা করিয়ে স্ত্রী’র ডায়াগনিষ্টিক সেন্টারের চাকুরীর উপর নির্ভরশীল হয়ে অর্থাভাবে কোন রকম বেঁচে রয়েছেন।

৪৮ বছর বয়সী শাহ আলম জানান, এই বয়সে কর্মক্ষমতা হারিয়ে অর্থাভাবে ছেলে মেয়েদের ভাল শিক্ষার ব্যবস্থা করতে না পারার যন্ত্রনা তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। অর্থের অভাবে সমাজের জনসচেতনতা মুলক কাজেও এখন আর অংশ নিতে পারছেন না তিনি। পর্যায়ক্রমে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে প্রচারনা অব্যাহত রাখার দৃঢ প্রত্যয় এখন তার কাছে স্বপ্নের মত বলে জানান তিনি।

তিনি সামাজিক অঙ্গনে ফুল্লশ্রী একতা তরুন সংঘের সভাপতি, প্রত্যাশার সহ-সভাপতি, পূর্ব সুজনকাঠী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষনুরাগী সদস্য, বাবন উদ্দিন তালুকদার এতিমখানার সহকারী শিক্ষক, আল-ফারুক এতিমখানার সহকারী শিক্ষক, আগৈলঝাড়া প্রি-ক্যাডেট এ্যান্ড কেজি স্কুলের শরীর চর্চা শিক্ষকের দ্বায়িত্ব পালন করেছিলেন।

শাহ আলম বর্তমানে শারীরিক অসুস্থ্যতায় ঠিকভাবে কথা বলতে না পারলেও এবং আর্থিক সংকট তার অদম্য ইচ্ছা ও শক্তি মাদক বিরোধী প্রচারনাসহ সমাজ সচেতনতায় প্রচারাভিযানে এখনও দূরে সরিয়ে রাখতে পারেনি। শাহ আলম জানান, স্কাউট, গার্লস গাইড, রোভার, সাংবাদিকসহ সচেতন জনগনকে নিয়ে আগৈলঝাড়া উপজেলাকে মাদকমুক্ত করার প্রবল ইচ্ছার প্রধান অন্তরায় অর্থ সংকট।

(টিবি/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test