E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বানডুবিদের স্বাস্থ্যসেবায় জরুরী প্রয়োজন জল এম্বুলেন্স

২০১৬ সেপ্টেম্বর ০২ ১৮:৫৫:৫৩
বানডুবিদের স্বাস্থ্যসেবায় জরুরী প্রয়োজন জল এম্বুলেন্স

নিউজ ডেস্ক : বানডুবি মানুষের চিকিৎসাসেবার জন্য ভাসমান স্বাস্থ্যসেবা ডোঙায় ডাক্তারখানা ১ সেপ্টেম্বর সকাল ১০ টা থেকে শুরু হয়েছে। শিবগঞ্জের পাঁকা ইউনিয়নে এ সেবা শুরু হয় দিয়াড়া কমিটির ব্যবস্থাপনায় ও শিবগঞ্জ নার্সিং হোমের সহযোগিতায়।

গতকাল এবং আজ দুইদিন পাঁকা ইউনিয়নের বন্যা কবলিত প্রায় সকল পাড়ায় সাত শতাধিক পরিবারের দুয়ারে সামান্যতম স্বাস্থ্যসেবা প্রদান করা সম্ভব হয়েছে । চাহিদার তুলনায় ঔষধ ও সেবা অপ্রতুল হওয়ায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে সেবা প্রদানকারীদের। দিনদিন রোগী বাড়ছে, সাথে বাড়ছে মানুষের স্বাস্থ্যসেবার প্রয়োজন। এ সেবা অব্যাহত রাখার জন্য সবার সহযোগিতা একান্তভাবে কাম্য।

কমিটির উপদেষ্টা ডাঃ মাহফুজ রায়হান এর দিকনির্দেশনায় স্বেচ্ছাসেবক হিসেবে রয়েছেন পল্লী চিকিৎসক শ্রী পূর্ণ চন্দ্র সাহা ও স্বাস্থ্যকর্মী আলমগির হোসেন জয়, আফজাল হোসেন, রফিকুল ইসলাম রুপচাঁন, মাহিবুর রহমান রাবু, মুন্টু মিয়া, নাসির উদ্দিন সহ ফেসবুক, ফোন ও বিভিন্ন মাধ্যমে প্রত্যক্ষ বা পরোক্ষ সহযোগিতা করছেন অনেকেই। শিবগঞ্জ নার্সিং হোমের অনুদানের ঔষধ নিয়ে স্বাস্থ্যসেবার কার্যক্রম শুরু হয়। পরে অনেকের নজর কাড়ে এ উদ্যোগ।

তবে এখন পর্যন্ত ব্যক্তিগতভাবে স্বেচ্ছায় অনুদান প্রদান করেছেন আবু বাশির ও তোহিদুল আলম। অত্র এলাকার সন্তান সংগঠক ও মানবাধিকার কর্মী রাসেল রহমানের সভাপতিত্ব ও নেতৃত্বে এলাকাবাসীর শ্রম ও সেবায় বন্যার্ত মানুষ তাদের দুয়ারে স্বাস্থ্য সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন। রাসেল রহমান জানান, বিচ্ছিন্ন, দুর্গম ও দুর্যোগ প্রবণ পাঁকা ইউনিয়নের সকল মানুষের জীবন অনেকটাই নির্ভর করে নৌকা বা ডোঙার উপর। অত্র এলাকায় স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জল এম্বুলেন্স আবশ্যক। অন্তত একটি জল এম্বুলেন্স জরুরী ভিত্তিতে ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষসহ সামর্থবানদের দৃষ্টি আকর্ষণ করছি।

(আরআর/এএস/সেপ্টেম্বর ০২, ২০১৬)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test