E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেলান্দহের সেই প্রতিবন্ধী কিশোরীকে সংশোধনাগারে প্রেরণ

২০১৬ নভেম্বর ০৮ ১৩:৩৭:০৩
মেলান্দহের সেই প্রতিবন্ধী কিশোরীকে সংশোধনাগারে প্রেরণ

নিউজ ডেস্ক :জামালপুরের মেলান্দহে ১২/১৩ বছরের বাক-বুদ্ধি প্রতিবন্ধী সেই কিশোরীকে অবশেষে গাজীপুর কিশোর-কিশোরী সংশোধনাগারে পাঠানো হল।

গত ১২অক্টোবর রাত ৯টার দিকে বারইপাড়া কালিমন্দিরের পাশে রাস্তা থেকে এই প্রতিবন্ধী কিশোরীকে উদ্ধার করেন পৌরকাউন্সিলর আমিনুল ইসলাম। তিনি কিশোরীকে মেলান্দহ থানার এসআই হুমায়ুন কবিরের নিকট হস্তান্তর করেন। এসআই হুমায়ুন কবির কিশোরীর অভিভাবকের সন্ধান নাপেয়ে সমাজ সেবার মাধ্যমে জামালপুর (শিশু সুরক্ষার সংগঠন) অপরাজেয় বাংলায় রাখেন। সেখান থেকে আইনী প্রক্রিয়ায় কিশোরীকে জামালপুর কোর্টে প্রেরণ করা হয়।

বিজ্ঞ আদালতের নির্দেশে ওই কিশোরীকে গাজীপুর কিশোরী-কিশোরী সংশোধনাগারে রাখা হয়েছে। প্রতিবন্ধীর মায়াবি আকুতি যেন স্বজনকে সন্ধান করছ।

কিশোরীর পরণে ছিল লাল-গোলাপ পায়জামা, গোলাপী ও কালো চেক জামা, কালো উড়না, পায়ে চপ্পল স্পঞ্চ। উচ্চতা ৫ফুট ২ইঞ্চি, গায়ের রং উজ্জল শ্যামলা। -
-প্রেসবিজ্ঞপ্তি










(এসএকে/এস/নভেম্বর ০৮, ২০১৬)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test