E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সুস্থ হতে চায় শাহিনা আক্তার

২০১৭ মার্চ ২৫ ১৫:১২:২৫
সুস্থ হতে চায় শাহিনা আক্তার

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ফুটফুটে সবার আদরে শিশুটির নাম শাহিনা আক্তার। গোবিন্দনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে পিএসসি উর্ত্তীণ হয়ে ড. এমআর করিম উচ্চ বিদ্যালয়ে ৬ষ্ট শ্রেণিতে ভর্তি হয়েছে। বাবা জয়নাল আবেদিন বর্গাচাষী আর মা ফাতেমা আক্তার গৃহিণী। ভূমিহীন এ কৃষকের দুই ছেলে আর মেয়েকে নিয়ে সুখেই কাটছিলো জীবন। সবার হাঁসি আর আনন্দের কেন্দ্রবিন্দুই ছিলো শাহিনা।

টিনের ছালাঘর বৃষ্টি আর বাতাসে করে নড়বড়। তার নিচে বসত করতো শাহিনার শতস্বপ্ন। স্কুলে থেকে ছুটে এসেই বাবার ঘামার্ত গলা জড়িয়ে চুমু খেয়ে বলতো ‘আমি ডাক্তার হবো’। মায়ের আঁচলে শাহিনার দুষ্টমি-হাঁসিমাখা সেই মুখটি দিনদিন মলিন হয়ে যাচ্ছে। মেয়ের মুখের দিকে তাকিয়ে আঁচলে মুখ মুছেন তিনি।মাত্র ক’টা টাকার জন্যই কী শাহিনাকে বাঁচানো যাবে না-এটি ওর ছোটভাই আলমের আপসোস।

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফাতেমা আক্তার বললেন, ও খুব শান্ত ছিলো, ছিলো সবার আদরে। বিদ্যালয়ের শিক্ষক-ছাত্রছাত্রীও সার্মথ্যনুযায়ী সহযোগিতায় এগিয়ে এসেছেন। উচ্চতর ক্লাসে উঠার সঙ্গে তার মাথার একপাশও বড় হতে থাকে। এ নিয়ে আজ দুঃচিন্তায় দিন কাটচ্ছে পুরো পরিবারের। চিকিৎসার জন্য সকলের সহযোগিতা চেয়েছেন তার বাবা-মা। যোগাযোগ ও বিকাশ একাউন্ট নাম্বার ০১৯৬২-০৮৬৭১২।

(এসআইএম/এসপি/মার্চ ২৫, ২০১৭)

পাঠকের মতামত:

১৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test