E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না শিপন

২০১৭ মার্চ ২৭ ১৬:৩৪:০৬
টাকার অভাবে ওষুধ কিনতে পারছেন না শিপন

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি : চা বিক্রেতা (টং দোকানদার) শিপনের (৩৭) চিকিৎসায় সাহায্যের হাত বাড়িয়ে দিন। শিপন তিন বছর ধরে নাভী থেকে শরীরের নিন্মাঙ্গ অবশ (প্যারালাইসিস) সমস্যায় ভুগছেন।  তিনি পঙ্গু হাসপাতাল, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও ধানমন্ডি গ্রীন লাইফ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। টাকার অভাবে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী উন্নত চিকিৎসা করাতে পারেননি। চিকিৎসা খরচ চলাতে গিয়ে ঘরভিটিসহ স্থাবর-অস্থাবর সকল সম্পত্তি বিক্রি করতে হয়েছে তার। কিন্তু উন্নত চিকিৎসার অভাবে চলাফেরার শক্তি হারিয়ে ফেলেন। পায়ের একটি অংশে এখন পচন ধরেছে তার। টং দোকানের চা বিক্রির ১০০-১৫০ টাকার আয় দিয়েই চলে তার সংসার। তিনি গত তিন বছর ধরে কোন কাজ করতে পারছেন না। ধার-দেনা করে নিজের চিকিৎসা করাচ্ছেন। প্রতিমাসে তাঁর দশ হাজার টাকার ওষুধ খেতে হয়। তার নবম, ষষ্ঠ এবং প্রথম শ্রেণিতে পড়ুয়া তিন মেয়ে রয়েছে ।

গ্রামের বাড়ি উপজেলার ৩নং দালালবাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে। গ্রামে তার ভিটেবাড়ি ছাড়া পরের ঘরে একটি ঝুপড়ি ঘরে থাকেন। পিতা আহছান জীবিত নেই। ডাক্তারা তাকে উন্নত চিকিৎসা না করালে ক্যান্সারে রূপ নিতে পারে বলে ডাক্তাররা তাকে জানিয়েছেন। এখন তার ওষুধ খাওয়ার মতো কোন টাকা-পয়সা নেই। তাই তিনি তার সুচিকিৎসায় দেশের দানশীল ও বিত্তবানদের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। শিপনকে সাহায্য দিতে যোগাযোগ করুন, ০১৬৭২৩৩৪০৭০, সঞ্চয়ী হিসাব নম্বর- (স্ত্রী ফাতেমা বেগম) ০২৯৫২৫৩৯৬৬০১৯, ওয়ান ব্যাংক রায়পুর শাখা, লক্ষ্মীপুর।

(পিকেআর/এএস/মার্চ ২৭, ২০১৭)

পাঠকের মতামত:

২৩ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test