E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নির্বাচনী প্রচারণায় একাই তিনি!

২০১৫ ডিসেম্বর ২৪ ১৫:৩৫:২৩
নির্বাচনী প্রচারণায় একাই তিনি!

ঠাকুরগাঁও প্রতিনিধি: “আমি আলমগীর কবির জুয়েল,‘মার্কা আমার নারিকলে গাছ’,‘সৎ ও শিক্ষাকে মূল্যায়ন করুন’।”এভাবেই হ্যান্ডমাইক নিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিজের প্রচারণা চালিয়ে ভোট চাইছেন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভা নির্বাচনে চারজন মেয়র প্রার্থীর মধ্যে একমাত্র স্বতন্ত্র প্রার্থী আলমগীর কবির জুয়েল।

গত মঙ্গলবার পীরগঞ্জ পূর্ব চৌরাস্তার পাশে এ দৃশ্য দেখা যায়। তিনি হ্যান্ডমাইক বাজিয়ে তাঁর নিজ নারিকেল গাছ প্রতীকে ভোটারদের নিকট ভোট চাচ্ছেন এবং ভোটারদের জমায়েত করে নিজ যোগ্যতার কথা ও মেয়র নির্বাচিত করলে তিনি এ পৌরসভার কি কি করবেন, তা তুলে ধরছেন।

রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দেওয়া তাঁর হলফনামা ঘেঁটে জানা যায়, তিনি স্নাতক (বিএ) পাস। ১৯৯৮ সালের নভেম্বরে তিনি সেনাবাহিনীতে যোগদান করে দীর্ঘ ১৭ বছর চাকুরী জীবন শেষ করে অবসর গ্রহণ করেন।

এই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আলমগীর কবির জুয়েল বলেন, দীর্ঘ ১৭ বছর দেশ সেবা করেছেন এখন পৌরবাসীর সেবা করতে চান। মনোনয়নপত্র জমা দেওয়ার পরদিন থেকেই তিনি গণসংযোগ চালাচ্ছেন।মেয়র নির্বাচিত হলে তিনি পৌরসভার কোন সুযোগ-সুবিধা গ্রহণ করবেন না উল্লেখ করে জানান,একমাত্র সরকারী ভাবে যে মাসিক ভাতা দেওয়া হয় তা গ্রহণ করবেন।পৌরসভাকে জুয়া ও মাদকদ্রব্য নিষিদ্ধ ঘোষণা করে তিনি সেনাবাহিনীতে চাকুরী জীবনে যেভাবে টহল দিয়েছেন সেভাবেই পৌর এলাকায় আইনশৃংঙ্খলা বাহিনীকে সঙ্গে নিয়ে টহল দিবেন বলে অঙ্গীকার করেছেন। ঘুষ দুর্নীতির উর্ধ্বে থেকে পৌর এলাকার অচল রাস্তা সচল করে ,ড্রেন ও পানির লাইন, ডাস্টবিন নির্মাণ করাসহ এলাকার উন্নয়নে যা যা করার তা তিনি সরকারি বাজেট দিয়েই করবেন বলে জানান।

৯ নং ওয়ার্ডের হাসেন আলী ও ৭নং ওয়ার্ডের সাহিদুল ইসলাম সহ কয়েকজন ভোটার বলেন,আলমগীর তাঁর নারিকেল গাছ মার্কার ভোট নিজেই চেয়ে বেড়াচ্ছেন।পৌর এলাকার ৯টি ওয়ার্ডে পায়ে হেঁটে আর হাতে হ্যান্ড মাইক বাজিয়ে নিজ মার্কার প্রচারণা করা আসলেই ধৈর্য্যরে ব্যাপার।অন্যান্য মেয়র প্রার্থীর তো দলের লোকজন আছে কিন্তু আলমগীর একাই চালাচ্ছেন তাঁর প্রচারণা।

উল্লেখ্য, পীরগঞ্জে মেয়র পদে আরও আছেন আওয়ামী লীগ মনোনীত সাবেক মেয়র কশিরুল আলম, জাতীয় পার্টির প্রার্থী ও সাবেক পৌর চেয়ারম্যান গোলাম হোসেন এবং বিএনপির প্রার্থী ও বর্তমান মেয়র রাজিউর রহমান রাজু।এছাড়াও পৌরসভার ৯ টি ওয়ার্ডে ৪০ জন কাউন্সিলর প্রার্থী আর ১০ জন সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর প্রার্থী নির্বাচন করছেন।


(জেএবি/এস/ডিসেম্বর২৪,২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test