E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিরোনাম:

গোবিন্দগঞ্জে ওয়াকার্স পার্টির মেয়র প্রার্থীকে মারপিটের অভিযোগ

২০১৫ ডিসেম্বর ৩০ ১২:২১:৫৭
গোবিন্দগঞ্জে ওয়াকার্স পার্টির মেয়র প্রার্থীকে মারপিটের অভিযোগ

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভা নির্বাচনে ওয়ার্কার্স পার্টির মেয়র প্রার্থী মতিন মোল্লা অভিযোগ করেছেন, নৌকা প্রতীকধারী মেয়র প্রার্থীর লোকজন তাকে মারপিট করে ভোটকেন্দ্র থেকে বের করে দিয়েছে।

বুধবার সকালে ভোটগ্রহণ শুরু হওয়ার পর বেলা ১১টার দিকে গোবিন্দগঞ্জ কলেজ কেন্দ্র থেকে তাকে বের করে দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

এদিকে, নির্বাচনে কারচুপির পাল্টা-পাল্টি অভিযোগ করেছেন এখানকার আওয়ামী লীগ, বিএনপি ও ওয়াকার্স পার্টির মনোনীত প্রার্থীরা।

সরেজমিনে গোবিন্দগঞ্জ কলেজ কেন্দ্র পরিদর্শনকালে মতিন মোল্লা কাছে অভিযোগ করেন, ৭ , ৯, ১ ও ৫ নং কেন্দ্রে ব্যাপক কারচুপি হচ্ছে। ওই কেন্দ্রগুলোতে নৌকা প্রতীকে সিল মারা হচ্ছে।

তিনি বলেন, ‘আমি অভিযোগ করায় নৌকা প্রতীকের সমর্থকরা ক্ষিপ্ত হয়ে মারধর-ধাওয়া করে কেন্দ্র থেকে বের করে দেয়।’

একই অভিযোগ করেন বিএনপির প্রার্থী ফারুক আহম্মেদ। তিনি বলেন, ‘ভোটারদের ব্যালট পেপার দেওয়া হচ্ছে না।’

অন্যদিকে, ভোট কেন্দ্রগুলোতে ৫ জানুয়ারির মত বিএনপি-জামায়াতের নাশকতার আশঙ্কা করছেন নৌকা প্রতীকধারী মেয়র প্রার্থী আতাউর রহমান। নির্বাচনকে বিতর্কিত ও সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার লক্ষ্যে বিএনপি ও ওয়াকার্স পার্টির প্রার্থীরা মিথ্যাচার করছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

উপজেলা রিটার্নিং অফিসার শাহীনুর ইসলাম প্রামাণিক জানান, কারচুপির অভিযোগ পেয়েছি। সঙ্গে-সঙ্গে ওই সব কেন্দ্রে নিয়োজিত সংশ্লিষ্টদের বিষয়টি অবগত করা হয়েছে।

(ওএস/এইচআর/ডিসেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২৭ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test