E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

উৎসবমুখর পরিবেশে পীরগঞ্জে ভোটগ্রহণ চলছে

২০১৫ ডিসেম্বর ৩০ ১৪:০৬:৪৪
উৎসবমুখর পরিবেশে পীরগঞ্জে ভোটগ্রহণ চলছে

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ চলছে। বুধবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে পীরগঞ্জ পৌরসভার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ।

সরেজমিনে ঘুরে দেখা যায়,সকালে শীতের জন্য কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যাও বাড়ছে। ভোটকেন্দ্রগুলোর আশপাশের এলাকারজুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ।

যথগা গ্রামের জয়নাল আবেদীন নামে এক ভোটার বলেন,আমরা শান্তিপূর্ণ পরিবেশে নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছি। ভোট দিতে কোন বাঁধার সম্মুখীন হচ্ছেন কি না এমন এক প্রশ্নের জবাবে ভেলাতৈড় ভদ্রপাড়া গ্রামের সজিব চৌধুরী বলেন,আমাদের ৯নম্বর ভোটকেন্দ্রে এরকম কোন ঘটনা এখন পর্যন্ত ঘটেনি।নির্বিঘ্নে চলছে এলাকায় ভোট গ্রহণ।

এবারই প্রথম স্থানীয় কোনো নির্বাচনে মেয়র পদে দলীয় প্রতীকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এ পৌরসভায় ভোট যুদ্ধে লড়াই করছেন মেয়র পদে ৪জন, কাউন্সিলর পদে ৪০জন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ১০জন প্রার্থী ।মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করছে আওয়ামী লীগ মনোনিত সাবেক মেয়র মোঃ কশিরুল আলম (নৌকা প্রতীক), বর্তমান মেয়র ও বিএনপি মনোনিত রাজিউর রহমান রাজু (ধানের শীষ প্রতীক), সাবেক চেয়ারম্যান জাপা মনোনিত গোলাম হোসেন (লাঙ্গল) প্রতীক ও স্বতত্র প্রার্থী সাবেক সেনা সদস্য আলমগীর কবীর জুয়েল (নারিকেল গাছ) প্রতীক। ১৬ দশমিক ৯৫ বর্গকিলোমিটার আয়তনের এ পৌরসভায় ৯টি ওয়ার্ডে ১৮ হাজার ৫৩ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ৯০৫৫ জন ও মহিলা ৮৯৯৮ জন।

(জেএবি/এএস/ডিসেম্বর ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test