E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সোমবার জামায়াতের অর্ধদিবস হরতাল

২০১৬ সেপ্টেম্বর ০৪ ০১:১০:০২
সোমবার জামায়াতের অর্ধদিবস হরতাল

স্টাফ রিপোর্টার : একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াত নেতা মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের প্রতিবাদে সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে আধাবেলা হরতাল ডেকেছে দলটি।

শনিবার রাতে মীর কাসেম আলীর ফাঁসি কার্যকরের পরপরই জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা করেন।

বিবৃতিতে দুই দিনের কর্মসূচি ঘোষণা করে দলটি। রবিবার দেশে-বিদেশে দোয়া দিবস ও সোমবার সকাল ৬টা থেকে বেলা ২টা পর্যন্ত সারাদেশে হরতাল কর্মসূচি ঘোষণা করে দলটি।

বিবৃতিতে শফিকুর রহমান অভিযোগ করেন, সরকার প্রতিহিংসার বশবর্তী হয়ে মীর কাসেম আলীকে ষড়যন্ত্রমূলকভাবে রাত সাড়ে ১০টায় ফাঁসি দিয়ে হত্যা করেছে। এ ঘটনা আবারও বাংলাদেশের ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।

ঘোষিত কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামায়াতের সব শাখার প্রতি আহ্বান জানিয়ে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন তিনি।

বিবৃতিতে জানানো হয়, হাসপাতাল, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, হজযাত্রীদের বহনকারী যানবাহন, সংবাদপত্রের সঙ্গে সংশ্লিষ্ট গাড়ি এবং ওষুধের দোকান হরতালের আওতামুক্ত থাকবে।

(ওএস/অ/সেপ্টেম্বর ০৪, ২০১৬)

পাঠকের মতামত:

০২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test