E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

দুঃসময়ে আশার আলো : করোনা থেকে সুস্থ ২০ লাখ মানুষ

২০২০ মে ২২ ১৫:৩০:১৬
দুঃসময়ে আশার আলো : করোনা থেকে সুস্থ ২০ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। তার ওপর এখন পর্যন্ত এর শতভাগ কার্যকর কোনও ওষুধ বা প্রতিষেধকও পাওয়া যায়নি। এতসব খারাপ খবরের মধ্যেও একটি ভালো খবর হচ্ছে, এ পর্যন্ত ২০ লক্ষাধিক মানুষ কোভিড-১৯ থেকে সুস্থ হয়ে উঠেছেন।

করোনা সংক্রমণের তথ্যপ্রকাশকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের হিসাবে, বৃহস্পতিবার মধ্যরাত পর্যন্ত বিশ্বব্যাপী ২০ লাখ ৫৭ হাজার ৫৪৯ জন করোনা আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে উঠেছেন। এ পর্যন্ত মারা গেছেন ৩ লাখ ৩২ হাজার ৪০৭ জন, আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫১ লাখ ৫৫ হাজার ২৪২।

করোনায় আক্রান্তের সংখ্যার মতো সুস্থ হয়ে ওঠার ক্ষেত্রেও সবার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এ পর্যন্ত ১৬ লাখ ৮ হাজার ৫৩৩ জন আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন অন্তত ৩ লাখ ৭৩ হাজার ৬৩৮ জন।

এরপর সর্বাধিক সুস্থ ইউরোপের দেশ স্পেন, জার্মানি, ইতালিতে। স্পেনে ২ লাখ ৮০ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৯৬ হাজার ৯৫৮ জন; জার্মানিতে ১ লাখ ৭৮ হাজার ৮৭৬ জনের মধ্যে সুস্থ অন্তত ১ লাখ ৫৮ হাজার; আর ইতালিতে সোয়া দুই লাখ রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৩৪ হাজার মানুষ।

লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে প্রায় তিন লাখ করোনা রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ১৬ হাজার ৬৮৩ জন। মধ্যপ্রাচ্যের দেশ তুরস্কে ১ লাখ ৫৩ হাজার ৫৪৮ জনের মধ্যে সুস্থ ১ লাখ ১৪ হাজার এবং ইরানে ১ লাখ ২৯ হাজার আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন অন্তত এক লাখ মানুষ।

এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সুস্থ হয়েছেন চীনে। দেশটিতে ৮২ হাজার ৯৬৭ জন করোনা রোগীর মধ্যে সুস্থ অন্তত ৭৮ হাজার ২৪৯ জন। এছাড়া ভারতে ১ লাখ ১৮ হাজার রোগীর মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪৮ হাজার ৫৫৩ জন, পাকিস্তানে ৪৮ হাজার জনের মধ্যে সুস্থ ১৪ হাজার, সিঙ্গাপুরে ২৯ হাজার আক্রান্তের মধ্যে সুস্থ হয়েছেন প্রায় ১২ হাজার মানুষ।

বিশ্বব্যাপী এখনও প্রায় ২৭ লাখ ৬৫ হাজার করোনা রোগী চিকিৎসাধীন। এদের মধ্যে অন্তত ৪৩ হাজার ৬৮২ জনের অবস্থা সঙ্কটাপন্ন বলে জানা গেছে।

(ওএস/এসপি/মে ২২, ২০২০)

পাঠকের মতামত:

১৮ সেপ্টেম্বর ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test