E Paper Of Daily Bangla 71
Janata Bank Limited
Transcom Foods Limited
Mobile Version

নারায়ণগঞ্জে নতুন করে আরও ১৪৫ জন করোনায় আক্রান্ত

২০২০ মে ২৬ ১৪:২৩:৪৭
নারায়ণগঞ্জে নতুন করে আরও ১৪৫ জন করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৪৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৩৭০ জন। নতুন করে কোনো মৃত্যুর সংবাদ পাওয়া যায়নি। নারায়ণগঞ্জে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ৭২ জন।

সোমবার (২৬ মে) সকালে জেলা করোনা বিষয়ক ফোকাল পারসন নারায়ণগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, নারায়ণগঞ্জ জেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২৩৭০ জন। যার মধ্যে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১০১৫ জন, সদর উপজেলার ৭৭২ জন, আড়াইহাজারের ৯৮ জন, বন্দরের ৬৮ জন, রূপগঞ্জের ২৩৯ জন ও সোনারগাঁয়ের ১৭৮ জন রয়েছেন। এ জেলায় মোট সুস্থ হয়েছেন ৬৯৪ জন। যার মধ্যে সিটি কর্পোরেশনের ৪১৯ জন, সদরের ২০৮ জন, আড়াইহাজারের ৩০ জন, বন্দরের ১৩ জন, রূপগঞ্জের ৮ জন ও সোনারগাঁয়ের ২০ জন রয়েছেন।

(ওএস/এসপি/মে ২৬, ২০২০)

পাঠকের মতামত:

০৪ জুলাই ২০২০

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test